মাহবুব তালুকদার বাংলাদেশের অন্যতম প্রধান কথাসাহিত্যিক, ছোটগল্প ও উপন্যাসের এক পারঙ্গম লেখক। নরনারীর জীবনের পারস্পরিক সম্পর্কের জটিল গ্রন্থি উন্মোচন তাঁর ছোটগল্পের মূল উপজীব্য। কাহিনীর নিটোল অবয়ব আর পরিশীলিত বর্ণনারীতি পাঠককে নিয়ে যায় মনোলোকের কোন গভীর গোপন প্রকোষ্ঠে, যেখানে অন্তরপ্রবাহের বিচিত্র চিত্রণ সকলকে মন্ত্রমুগ্ধ করে রাখে। আপন আয়নায় মুখ রেখে তাঁর গল্পের চরিত্রগুলো যার যা ভূমিকা ব্যক্ত করে এবং সংবেদনশীল মননের আড়ালে লেখক থাকেন নির্লিপ্ত ও নিস্পৃহ। মাহবুব তালুকদারের ছোটগল্প আলোছায়াময় বহুবর্ণ প্রতিকৃতি অবলোকনের অনুপম আস্বাদন। লেখকের কথাশিল্পের সমৃদ্ধ কারুকাজ ও তাঁর অনন্য বুনোটের নবতম গল্পগ্রন্থ সুবর্ণ জয়ন্তী।
শিরোনাম | সুবর্ণ জয়ন্তী |
---|---|
লেখক | মাহবুব তালুকদার |
প্রকাশনী | দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (ইউপিএল) |
Need an account? Register Now