ছোট্ট একটি কক্ষ। ঢুকতেই বাঁ পাশে একটা পড়ার ডেস্ক। ডেস্কের সামনে একটু চেয়ার ঘুরিয়ে বসে থাকা লোকটাই যে আমাকে নাম ধরে ডেকেছেন, বুঝতে পেরেছি। লোকটার সামনের ডেস্কে মেডিকেলের বই দেখে নিশ্চিত হলাম তাঁর পরিচয়। তাঁর হাতে একটা পত্রিকা। তাঁর বাঁ দিকে ঘরের অন্য কোনায় একজন মনোযোগ দিয়ে মাইক্রোস্কোপে চোখ লাগিয়ে কী যেন দেখছেন। ডা. ওয়াটসনের দেখিয়ে দেওয়া চেয়ারে বসার সময় ওই ভদ্রলোকের কণ্ঠ শুনতে পেলাম, ‘পায়ের ফোসকাটা নিশ্চয়ই তেমন সিরিয়াস নয়। তারপর কেমন দেখলেন কেমব্রিজ আর ওয়েস্টমিনিস্টার, লন্ডন আই।’বলতে বলতে আমার দিকে ঘুরে তাকালেন। কী আশ্চর্য, আমার পায়ে যে ফোসকা পড়েছে আর গত দুই দিন আমি কোথায় গেছি, তা কেমন করে জানলেন? আমার মতো ডা. ওয়াটসন বরাবরের মতো বিস্মিত হয়ে তাঁর দিকে তাকালেন। তাঁর দিকে ফিরে শার্লক হোমস বললেন, ‘এলিমেন্টারি, মাই ডিয়ার ওয়াটসন!’- এলিমেন্টারি, মাই ডিয়ার ওয়াটসন, এতোদিন কোথায় ছিলে?ছোটবেলায় প্রথম যখন বিশ্বের সর্বশ্রেষ্ঠ গোয়েন্দার কথা জানি তখন থেকে ভাবতাম কীভাবে লোকটা কিছু পর্যবেক্ষণ থেকে দারুণ সব সত্যে পৌঁছান। কিন্তু যেবার নিজের সঙ্গে দেখা হলো তখনই বুঝতে পারলাম এটা এমন কোন কঠিন ব্যাপার নয়।এলিমেন্টারি!!!
শিরোনাম | এতদিন কোথায় ছিলে? |
---|---|
লেখক | মুনির হাসান |
প্রকাশনী | স্বপ্ন ৭১ প্রকাশন |
Need an account? Register Now