অধুনা বইয়ের কদর কমে গেছে। যতটুকু আছে তা ভূতপ্রেতের কাহিনি ও কিছু উপন্যাস-ভ্রমণকাহিনির মধ্যে সীমাবদ্ধ। কিন্তু গানের কদর কমেছে বলে মনে হয় না। সবাই গান শোনেন এবং কখনো মনের অজান্তে নিজেই গুনগুনিয়ে সুর ভাঁজেন।বন্ধুবর মোহাম্মদ আবু বকর একজন সব্যসাচী লেখক ও মহাকবি। যাঁরা কবি তাঁরা ভালো গানও লেখেন। ছন্দ, মাত্রা, তাল, লয় নিয়ে তারা ভাবেন; তাই তাঁরা গান লিখতেও পারঙ্গম। জনাব আবু বকর তাঁর লেখার পা-ুলিপির একটি করে ছায়ালিপি আমায় দিয়েছিলেন। তাঁর লেখা পড়ে মনে হয়েছে তিনি শুধু কবি-লেখক নন, গীতিকারও বটে।তাঁর এ গানের বইতে নানা জাতের গান রয়েছে। আধুনিক, পল্লিগীতি, গজল, মারফতি, ইসলামি গান, এমনকি বাংলা মিলাদ। এ সবই গানপ্রেমীদের মনের খোরাক জোগাবে বলে আমি বিশ্বাস করি। আমি গীতিসুধার সুধাপানে সকলকে আহ্বান জানাই।
শিরোনাম | গীতিসুধা |
---|---|
লেখক | মোহাম্মদ আবু বকর |
প্রকাশনী | অনিন্দ্য প্রকাশ |
Need an account? Register Now