পেছন থেকে চণ্ডকের কানে ভেসে এল মোহনার কণ্ঠ, ‘তোর আসল পুরস্কারটা নিয়ে যা রে, চণ্ডক। তোরে এই পুরস্কার দেওয়ার জন্য আমি পালিয়ে যাই নাই। অধীর আগ্রহে তোর জন্য প্রতীক্ষা করেছি।’ চমকে পেছন ফিরল চণ্ডক। বিহ্বল-বিস্ফারিত চোখে দেখল, মোহনার প্রচণ্ড ঘৃণা মেশানো চোখ থেকে আগুন ঝরছে। ‘মোহনা, কী করছ, কী করছ, মোহনা?’ বলতে চাইল চণ্ডক। তার আগেই চণ্ডকের মস্তক বরাবর মোহনার হাতের বঁটিটি নেমে এল। ভূমিতে লুটিয়ে পড়ল মোহনার ভালোবাসার চণ্ডক, মোহনার ঘৃণার চণ্ডক। উন্মাদিনীর মতো মোহনা হেসে উঠল—খিল খিল খিল খিল।
শিরোনাম | মোহনা |
---|---|
লেখক | হরিশংকর জলদাস |
প্রকাশনী | প্রথমা প্রকাশন |
Need an account? Register Now