জারা বলল, আমি একটি জোনাকি ঘর বানাতে চাই। পারব কি? সারাঘরময় উড়ে বেড়াবে জোনাকি। জোনাকিরা আলো দিবে। বলো সজল পারব কি?সজল বলল, পারবেন মেমসাহেব।জারা ফের বলল, বৃষ্টিঘর বানাতে চাই। ঘরে বসে বসে বৃষ্টি দেখব। হবে কি কখনো একটি বৃষ্টিঘর?সজল বলল, ইচ্ছে করলে হবে। বৃষ্টিঘর বানাতে চাইলে পারবেন।জারা খুশি হয়ে বলল, কাশফুলের ঘর বানাতে চাই। কিভাবে সম্ভব সজল? একটা কাশফুলঘর আমার চাই কি চাই।সজল কাশফুল দেখতে দেখতে বলল, চেষ্টা করলে কাশফুলঘরও হবে।জারা অসম্ভব খুশি হয়ে বলল, সত্যি বলছ সজল? একটা জোছনাঘর কি হবে? সুন্দর একটি জোছনাঘর। সেই ঘরে বসে শুধু জোছনা দেখব।সজল জোছনার পানে তাকিয়ে বলল, হবে মেমসাহেব। কেন হবে না জোছনাঘর?জারা একটু রাগ করে বলল, আবারও আমাকে মেমসাহেব বলছ?সজল অন্যদিকে তাকিয়ে বলল, বারে আপনি তো মেমসাহেবই।জারা মন খারাপ করে বলল, না। আমিও তোমার মতো বাঙালী। বলতে পার বিদেশি বাঙালি। জানো সজল, বিদেশে বড় হলেও আমার শেকড় বাংলাদেশে। সবাই আমার বাইরেরটা দেখে, ভেতরের কষ্টটা তো কেউ দেখেনি। তোমাকে সব বলব। তোমাকে বিশ্বাস করা যায়।
শিরোনাম | মনপাখি |
---|---|
লেখক | শাহআলম সাজু |
প্রকাশনী | অনিন্দ্য প্রকাশ |
Need an account? Register Now