লাল শাড়ি আর রহস্যময় হাসির অসাধারণ সুন্দরী মেয়েটির আযুলগুলো যখন করিম মাওলার কপাল স্পর্শ করল তখন তার সমস্ত শরীর থরথর করে কেঁপে উঠল। আগুলগুলো আরও খানিকটা নিচে নামতে করিম মওলার মনে হলো মেয়েটি বুঝি তার সুচালো নখ দিয়ে তার চোখ দুটো তুলে নেবে। কিন্তু তার কপাল ভালো তেমন কিছু ঘটল না। আযুলগুলো ধীরে ধীরে আরও নিচে নামতে লাগল। তারপর বুকের উপর এসে একেবা জমে গেল করিম মওলা। সে নিশ্চিত মেয়েটি এবার তার ধারালো নখগুলো তার বুকের মধ্যে ঢুটিয়ে দিয়ে টেনে বের করে আনবে হৃৎপি-টা। তারপর তাজা টাটকা হৃৎপি- তার চোখের সামনেই চিবিয়ে চিবিয়ে খাবে। এ রকম ভাবতেই তার হৃদস্পন্দন কয়েকগুণ বেড়ে গেল, খাড়া হয়ে উঠল শরীরের সমস্ত লোম। ততক্ষণে মেয়েটির গলায় ঝুলে থাকা ভয়ংকর ত্রিশূলটা উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হতে শুরু করেছে, লাল হতে শুরু করেছে চোখ দুটোও। এখন আর মেয়েটিকে তার অসাধারণ সুন্দরী কোনো নারী মনে হচ্ছে না, মনে হচ্ছে সে বুঝি রক্তের তৃষ্ণায় তৃষ্ণার্ত ভয়ংকর এক পিশাচীনি।
শিরোনাম | রক্ততৃষ্ণা |
---|---|
লেখক | মোশতাক আহমেদ |
প্রকাশনী | অনিন্দ্য প্রকাশ |
Need an account? Register Now