“কবি শামসুর রাহমান ছায়ায় বসে কবিতা লেখার জন্য বিকেলে বৃক্ষের কাছে যান। বিভোর হয়ে তার শান্তরূপ দেখেন। পাতায় তখন রোদ পিছলায়। গানের সুরের মতো পাতার কলরোল কানে আসে। আলতো গাছের গাঢ় সবুজ শরীরটি ছুঁয়ে দেখেন, শিহরিত হন এবং ঝরাপাতার ঘ্রাণে টের পান নিজ জীবনের আসন্ন অস্তরাগ। তোমরাও কবিতা লিখতে, ছবি আঁকতে কিংবা শুধুই এমনি গাছের কাছে যেতে পারো। কবি যেভাবে গাছকে দেখেছেন সেভাবে দেখার চেষ্টা করো। দেখবে তোমাদের সামনে নতুন এক জগতের দুয়ার খুলে যাবে। সে জগৎ আনন্দের, সুন্দরের এবং জ্ঞানেরও। তবে গাছকে ভালোবাসতে হবে। না-ভালোবাসলে কাউকেই ঠিক চেনা যায় না, জানা যায় না। গাছের সঙ্গে বন্ধুত্ব পাতালে দেখবে সে তোমাদের কাছে টানছে, তোমরাও তাকে কাছে টানছ। গাছের গুঁড়িতে হেলান দিতে কিংবা উপরের ডালে চড়ে বসতে তোমাদের খুব ভালো লাগবে। পাতার শনশন আওয়াজ তোমাদেরও উদাস করবে। অদ্ভুত সব গন্ধ, আশ্চর্য সব রং তোমাদের নেশা ধরিয়ে দেবে। ওদের ফেলে আর চলে আসতে পারবে না। জানা-অজানা, চেনা-অচেনা অস্পষ্ট সব অনুভব তোমাদের কেবলই তাড়িয়ে বেড়াবে।”
শিরোনাম | নিসর্গকথা |
---|---|
লেখক | দ্বিজেন শর্মা |
প্রকাশনী | অনিন্দ্য প্রকাশ |
Need an account? Register Now