বোহেমিয়ান”একটি সামাজিক জনরার উপন্যাস। নাম শুনেই হয়তো অনেকে ভাবছেন এই গল্প হয়তো কোন যাযাবরের যার চালচূলোর কোন ঠিক নাই ‘যেখানে রাইত সেখানে কাইত’ টাইপের কোন ভবঘুরের গল্প।যারা ঘুরে ঘুরে বেড়ায় যাদের আমরা ভবঘুরে বলে মনে করি সেই মানুষগুলো বড্ড স্বাধীন তারা ঠিক জানে তারা জীবন থেকে আসলে কি চায়। তাদের নেই নির্দিষ্ট কোন গন্তব্য নেই ঠিকানা।কিন্তু জানেন কি ?ভবঘুরে মানুষ নিজের গায়ে সেই তকমা লাগিয়েই সে বোহেমিয়ান কিন্তু এই পৃথিবীতে আমরা যারা নিজেদের স্থায়ী ঠিকানায় আছি বলে মনে করি তারা সকলেই নিজের দেহে বন্দি একেকটা বোহেমিয়ান। আমার কাছে প্রতিটা মানুষই তার নিজ নিজ জায়গায় অস্থায়ী। এই পৃথিবীটাই তো স্থায়ী কিছু নয় তবে মানুষ কি করে স্থায়ী হয় বলেন ? মানুষ ঠিকানা আসলে কি? আজ একটা মানুষ যে জায়গায় বসবাস করছে আগামীতে সে ঐখানেই থাকবে এর কোন নিশ্চয়তা কেউ কোনদিন দিতে পারে? আমার তো মনে হয় না আর তাই আমি এবার লেখার চেষ্টা করেছি বেশ কিছু বোহেমিয়ান মানুষের গল্প।যে গল্পে আছে দীপান্বিতা,মাজেদা বেগম,নীতু,জয়নাল সাহেব, সাব্বির, সাজ্জাদ,রোকসানা, আমিরুল্লা,তুষীন,তিতির,হাবিব সহ আরো কিছু মানুষের জীবনের গল্প যে গল্প মিলে যেতে পারে আমার আপনার তাহাদের কাছের মানুষদের জীবনের গল্পের সাথে।যে গল্প কখনও হাসাবে কখনও ভাবাবে কখনও বা কাঁদাতেও পারে।আমি বরাবরই চেষ্টা করি আমার লেখার মান ধরে রাখার এবারের উপন্যাসেও সর্বোচ্চ মান বজায় রেখেই লেখার চেষ্টা করেছি । প্রতিটা চরিত্র ভীষণ যত্নে তৈরি করেছি যেন পড়ার সময় মনে হয় এই মানুষগুলো তো খুব কাছের বড্ড পরিচিত।আপানারা যারা আমার পুরানো পাঠক, আমার ভিডিও পছন্দ করেন আমাকে ভালোবাসেন তাদের প্রতি আমার অগাধ বিশ্বাস।“বোহেমিয়ান” স্টলে যেদিন আসবে ঠিক সেইদিন থেকে যে আপনারা এই বই সংগ্রহ করবেন তা আমি আশা করতেই পারি। আর এইজন্যই আমি মেলায় উপস্থিত থাকি বা না থাকি আমার বই বিক্রিতে কোনো প্রভাব ফেলবে না কি বলেন ? কথা দিচ্ছেন তো?
শিরোনাম | বোহেমিয়ান |
---|---|
লেখক | আদনীন কুয়াশা |
প্রকাশনী | জ্ঞানকোষ প্রকাশনী |
Need an account? Register Now