জাতীয় কবি কাজী নজরুল ইসলামের শৈশব-কৈশোরকাল উঠে এসেছে ‘দুরন্ত দুখু’ উপন্যাসের ভেতর দিয়ে। পাথর-কাঁকর ভরা গেরুয়া মাটির দেশ পশ্চিমবঙ্গের বর্ধমান জেলা। সেই জেলার আসানসোল মহকুমার জামুরিয়া থানার চুরুলিয়া গ্রামে নজরুলের জন্ম। সেখান থেকে সুদূর ময়মনসিংহের ত্রিশালের কাজীর শিমলার দরিরামপুর পর্যন্ত বিস্তৃত এই উপন্যাসের প্রথম পর্বের প্রেক্ষাপট। দুখুর এই চারণভূমি ও সময়কালটি নিয়ে বাংলা সাহিত্যে এই প্রথম রচিত হলো কোনো উপন্যাস।কৈশোর পেরোনোর সময়ই দুখুর তারুণ্যের উচ্ছ্বাসের শুরু, যা ফুটে উঠেছে এ উপন্যাসের দ্বিতীয় পর্বে। তাঁর স্বাধীনতাপিয়াসী, মানবতাবাদী, ধর্মবর্ণনির্বিশেষ সাম্যসন্ধানী চেতনা ও তাঁর সৃজন-ক্ষমতার প্রকাশ ঘটেছে এ সময়ই।এ বয়সেই নজরুল ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহের সংকল্প করেছেন। যে-মমতা ও দেশপ্রেম নিয়ে বন্ধু শৈলজানন্দকে যুদ্ধে যাওয়ার আহ্বান জানান, তা ‘বিদ্রোহী’ নজরুলের সুপ্ত ভবিষ্যৎ মানসকেই পাঠকের সামনে তুলে ধরে। ভিক্টর ইনস্টিটিউট ও পরবর্তীকালে শিয়ারশোল রাজ স্কুল থেকে শুরু করে সৈনিক জীবনের যাত্রা শুরু পর্যন্ত নজরুলের জীবন উঠে এসেছে এ কিশোর উপন্যাসের দ্বিতীয় পর্বে, যা বড়োদের জন্যও পাঠ্য। এগ্রন্থে একইসঙ্গে পাঠক জানার সুযোগ পাবেন সাহিত্যরচনা ও পড়াশোনার প্রতি নজরুলের দুর্নিবার আকর্ষণের কথা। শত দুঃখকষ্টের মধ্যেও নজরুল নিষ্ঠার সাথে চেষ্টা করে গেছেন পড়াশোনা চালিয়ে যাওয়ার। তাঁর এ আকর্ষণ, কাজের প্রতি নিষ্ঠা ও মগ্নতা এখনকার কিশোর-তরুণদের জন্য হতে পারে অনুসরণযোগ্য।নজরুলকে নিয়ে এমন সৃজনধর্মী কিশোর উপন্যাস বাংলা কিশোরসাহিত্যে এক নতুন সংযোজন, যা অবশ্য পাঠ্য হিসেবে বিবেচিত হতে পারে সকল মহলে।
শিরোনাম | দুরন্ত দুখু |
---|---|
লেখক | মোহিত কামাল |
প্রকাশনী | অনিন্দ্য প্রকাশ |
Need an account? Register Now