সুদীর্ঘ ৬২৪ বছরের টগবগে ইতিহাস। মুসলিম ইতিহাসের এক অবিচ্ছেদ্য নিশান হয়ে উড়তে থাকা উসমানি খেলাফতের এক সুনিপুণ আর নির্মোহ ব্যবচ্ছেদ। উসমানি সুলতানদের জীবন, যুদ্ধ, ধর্মীয়ানুভূতি, রাজ্যশাসন, ব্যক্তিগত আচারসহ সর্বদিক তুলে আনা এক অনন্য গ্রন্থ—সুলতানকাহিনি।
ইতিহাসের অনিসন্ধিৎসু ঘোড়সওয়ার লেখক-সাংবাদিক তামীম রায়হান বছরব্যাপী ইতিহাসপাঠ, তথ্যবিচার আর নির্মোহ মূল্যায়নের পর অনবদ্য বর্ণনায় পাঠকের সামনে তুলে ধরেছেন উসমানি খেলাফতের হাজারো অজানা অধ্যায়। যা বাংলাভাষী পাঠকের অগোচরেই রয়ে গিয়েছিল এতোদিন। ‘সুলতানকাহিনি’ সেই অনুদ্ঘাটিত সত্যকে নিয়ে এসেছে কাগজের কারাগারে।
মুসলিম ইতিহাস তো বটেই, গোটা পৃথিবীর ইতিহাসে বংশানুক্রমিক শাসনব্যবস্থার সর্বশেষ ধারাবাহিকটি ছিল উসমানি সাম্রাজ্য। সুদীর্ঘ ৬২৪ বছর ধরে তিন মহাদেশজুড়ে বিস্তৃত এই সাম্রাজ্যের পতনের মধ্য দিয়ে শেষ হয় খেলাফতি শাসন বা মুসলিম সালতানাতের অধ্যায়।
উসমানিধারা সমাপ্তির পর এখনও ১০০ বছর পেরোয়নি, অথচ এ সম্পর্কে বাংলাভাষী পাঠক তো বটেই, সমকালীন বিশ্বের অনেক বোদ্ধাও খুব বেশি অবগত নন। কারণ, উসামনি ইতিহাস সম্পর্কে লেখালেখি তুর্কি ভাষায় প্রচুর হলেও ইংরেজি ও আরবিতে সেই তুলনায় অপ্রতুল। বরং এ দু’ ভাষায় যা কিছু লেখালেখি হয়েছে এবং হচ্ছে, এগুলোর বেশিরভাগই একপেশে এবং পক্ষপাতদুষ্ট। কেউ বা স্তুতি আর স্তববাক্যে খেলাফত আর খলিফাদের নিশান উড়িয়েছেন আবেগী কলমে, আমার বিপক্ষবাদীরা কটাক্ষ ও হীনতার আঁচড়ে উপড়ে দিয়েছেন তাদের সুদীর্ঘ শতাব্দীর আটপৌড়ে ইতিহাসকে।
শিরোনাম | সুলতান কাহিনি |
---|---|
লেখক | তামীম রায়হান |
প্রকাশনী | নবপ্রকাশ |
Need an account? Register Now