অজাগতিক ছায়া বইয়ের কিছু অংশঃ
হঠাৎ করে যখন কোনো অতি অপ্রত্যাশিত ঘটনা ঘটে যায়, সেটা ভালো হোক কিংবা মন্দ, সেটা ওই মুহূর্তে একদম নতুন বা সদ্য বা সতেজ। ধীরে ধীরে ঘটনা পুরনো হতে শুরু করলেও ওই massive ঘটনার energy রয়ে যায় মহাবিশ্বের পরিমন্ডলে। মহাকালের ঘূর্ণনে কখনো কারও কারও সামনে সেই ঘটনার স্ফুলিঙ্গ হয়তো ধরা দেয় ক্ষণিকের জন্য।” রিংকি, জ্যাকি বুঝল, পিকলু একটু পবনের বাড়িতে ঘটে যাওয়া ঘতনার কথা বোঝাল। রাত জুড়ে ওদের আলোচনা চলতে থাকল। আর কয়দিন পরেই চলে যাবে ওরা নিজ নিজ গৃহে। ওদের সঙ্গে ঘটে যাওয়া এই বর্তমান গল্পটা মহাবিশ্বের কোথাও না কোথাও হয়তো রয়ে যাবে বুদবুদের মতো হয়ে। হয়তো অন্য কোন লোকে, অন্য কোনো পিকলু, রিংকি, জ্যাকির সামনে এসে ফেটে পড়বে সেই বায়বীয় বুদবুদগুলো, যার ভেতরে আটকে রয়েছে এই গ্রহণকালে ঘটে যাওয়া ঘটনাগুলো।
শিরোনাম | অজাগতিক ছায়া |
---|---|
লেখক | কুসুম সিকদার |
প্রকাশনী | তাম্রলিপি |
Need an account? Register Now