‘প্রধানমন্ত্রী সকল প্রটোকল ভেঙে জেনারেলের সঙ্গে গাড়ি-বারান্দা পর্যন্ত এলেন। পেছনে দ্রুত এগিয়ে আসা মিলিটারি এইডকে সঙ্গে আসতে ইঙ্গিতে না করে দিলেন।
জেনারেল গাড়িতে উঠবেন, ঠিক তখন কানের কাছে প্রধানমন্ত্রী বললেন, থাউজ্যান্ডস সৌলস আর ওয়েটিং ফর ইয়ারস টু সি দিস জেনারেল। তারপর অবাক করে দিয়ে কিছুটা ভাঙা গলায় বললেন জামশেদ ভাই, একটা কথা ছিল...
জেনারেল খুব অবাক হলেন। কৈশোরবেলার নামে প্রাইম মিনিস্টার তাঁকে অনেকদিন ডাকেননি। আজ প্রায় দুই দশক পরে সে পুরনো ডাক শুনে তিনি থমকে গেলেন। বললেন বলো, সুইটি। জামশেদ ভাই, আমি জানি ছোটকু বেঁচে থাকলে যা করত, আপনিও এ কাজটা সেভাবে করবেন।
তবু আমি আরেকবার মনে করিয়ে দেই, হাজার হাজার আত্মা-কাঁদছে জেনারেল- প্রধানমন্ত্রীর গলা প্রায় বুজে এসেছে। তাঁকে থামিয়ে দিয়ে জেনারেল জামশেদ মোমেন্ট অব সাইলেন্স গানটি থেকে আবৃত্তি করলেন সো টেইক আ মোমেন্ট অব সাইলেন্স-গুডবাই সুইটি। তবে চিন্তা করো না। গত কয়েকমাস আমি সব প্রস্তুতি নিয়েছি, তোমার অনুমতি পেলেই যাতে কাজ শুরু করতে পারি। দা হুইল উইল বি ইন মোশন- সম্ভবত কালই শুরু হবে। তারপর তিনি গাড়িতে উঠলেন। তখনো তাঁর ঠোঁটে গানটি গুনগুন করছে।
ছায়া সন্ধান একটি মৌলিক থ্রিলার। প্রতিটি শব্দ পিঠাপিঠি বসে তৈরি করেছে একটি গল্প- যা শেষ করার পর পাঠক নিশ্চিত চমকে উঠবেন।’
Writer | বাদল সৈয়দ |
Publisher | |
ISBN | 9789848034811 |
Language | Bengali / বাংলা |
Country | Bangladesh |
Format | Hardcover |
Edition | Second |
First Published | February 2020 |
Pages | 174 |
শিরোনাম | ছায়া সন্ধান |
---|---|
লেখক | বাদল সৈয়দ |
প্রকাশনী | বাতিঘর |
Need an account? Register Now