সমকালের জীবন, বিশ্ব, সমাজ, মানবিকতার দিক তো বটেই, তিনি কুশলী মমতায় শৈল্পিক সূক্ষ্মতায় বিম্বিত করে তোলেন সোঁদামাটির চিরন্তন বাংলাদেশ। তীব্র জীবনবাদিতা, দ্রোহ, মৃদু প্রতিবাদ, জনজীবনের সারল্য, সংস্কৃতি-ঐতিহ্য তাঁর কবিতায় নদীর মতো সহজ স্রতে প্রবহমান, স্বচ্ছন্দ পুষ্পের সৌরভে অনন্য, আরাধ্য। ব্যক্তিজীবনে মানুষটি যেমন আশ্চর্য সফল কথক, চারণের মত সর্বপ্লাবী ও প্রিয় তেমনি এই স্বভাবগুণ ও বৈশিষ্ট্যের বিশ্বস্ত ¯স্নিগ্ধমেদুর অনিবার্য প্রতিফলন ঘটেছে তাঁর কবিতাপুঞ্জেও। ঠিল্লা, ঘাটলা, গেরাফি, জেব, ঘাটলা, গুদারাঘাট, এরকম বহু বহু শব্দ যা বৃহত্তর লোকজীবনের যাপিত জীবনের অচ্ছেদ্য অনুষঙ্গ তিনি ব্যবহার করেন অবলীলাক্রমে, এমনকি দুঃসাহসিকতায়। কবি আসাদ চৌধুরীর কাব্যপাঠ এক মধুর অভিজ্ঞতা- তবক দেওয়া পানের মতোই উপভোগ্য, যা তারিয়ে তারিয়ে, সময় নিয়ে আস্বাদন করতে হয়।দীর্ঘ কাব্যযাত্রায় তিনি সন্তের মত নিরীক্ষণ-পর্যবেক্ষণ করেছেন অম্লমধুর অনেক জীবনসত্য, ছেঁকে তুলেছেন এর অন্তর্গত নির্যাস। ব্যাপক পাঠ, দেশ-বিদেশে এন্তার ভ্রমণের অভিজ্ঞতা তাঁর কবিতার মর্মে প্রবিষ্ট হয়েছে, প্রাতিস্বিকতায় অঙ্কুরিত পল্লবিত হয়েছে। আপাতদৃষ্টে নিরাভরণ, কিন্তু সংগুপ্ত ফল্গুধারার মত প্রাকৃতিক, স্বয়ম্ভু তাঁর কবিতাবিশ্ব। কবি আসাদ চৌধুরীর পক্ষেই লেখা সম্ভব এমন তির্যক, মর্মকাঁপানো, হৃদয়ভেদী পঙ্ক্তিমালা পতাকা পাওয়ার সাথে সাথেনয় মাসের কষ্ট ও ছিদ্দত কী করে যে ভুলে গেলাম!তারও চেয়ে বিস্ময়ের তারামন বিবিদের ভুলে যাওয়া,খালে-বিলে, হাওরে ও গাঙে মৃতদেহের স্তুপ ভুলে যাওয়া।হাসান হাফিজ
শিরোনাম | কবিতাসমগ্র ২ |
---|---|
লেখক | আসাদ চৌধুরী |
প্রকাশনী | অনিন্দ্য প্রকাশ |
Need an account? Register Now