ফিলিস্তিনি বংশোদ্ভূত আমেরিকান লেখিকা সুজান আবুলহাওয়ার লেখা মর্নিংস ইন জেনিন বইটি যুদ্ধ ও ভালোবাসার গল্প। মৃত্যুপুরীর মধ্যে বেঁচে থাকার গল্প। যুগ যুগ ধরে নিপীড়িত ফিলিস্তিনিদের গল্প। গণমাধ্যম ও পৃথিবীর মানুষের চোখের আড়ালে থাকা এক অকথ্য গল্প।
লেখিকা তাঁর উপন্যাসে অনেক লম্বা সময় ধরে চলা ঘটনাপ্রবাহের কথা বলেছেন। ১৯৪৮ সাল থেকে নিয়ে শুরু করে বই রচনার সময় (২০০২) পর্যন্ত—দীর্ঘ সময়ের চারটি প্রজন্মের মানুষের জীবনের চিত্র তিনি তুলে ধরেছেন। উপন্যাসে তিনি দেখিয়েছেন, এই দীর্ঘ সময়ে জন্ম নেওয়া প্রতিটি ফিলিস্তিনি যেকোনোভাবে ইসরায়েলের নিপীড়নের শিকার। সাথে সাথে তিনি দেখিয়েছেন, ফিলিস্তিনের এক প্রজন্ম থেকে আরেক প্রজন্ম কীভাবে তাদের দেশকে ভালোবাসতে শেখে। দেখিয়েছেন, ইসরায়েলের দখলদারির প্রায় ৫০ বছর পর জন্ম নেওয়া শিশুরা কীভাবে সংগ্রাম করে যায় তাদের মাতৃভূমির জন্য। উপন্যাসের মনসুর, জামিল, জামাল বা সারা তার উদাহরণ।
এই উপন্যাসে যেসব চরিত্রের বর্ণনা রয়েছে, লেখক বলেছেন—সেগুলো কাল্পনিক, তবে ঘটনাপ্রবাহ সব বাস্তব। আবুল হিজা পরিবারের সদস্যদের নিয়ে লেখক যেভাবে গল্প সাজিয়েছেন, ১৯৪৮ সালে বাস্তুহারা লাখ লাখ ফিলিস্তিনির গল্প এর চেয়ে ভিন্ন কিছু ছিল না। তাই উপন্যাসটি পড়তে গিয়ে মনে হবে বাস্তব কোনো ফিলিস্তিনি পরিবারের গল্প এটি।
আজ ৭০ বছর পরও ফিলিস্তিন সেই আগের মতো। ইসরায়েল দিন দিন তার সীমানা বড় করছে। ফিলিস্তিনিরাও প্রায় শূন্য হাতে তাদের সংগ্রাম চালিয়ে যাচ্ছে।
ফিলিস্তিন আমাদের ভালোবাসা। আমাদের প্রথম কেবলা আকসার দেশ। স্রষ্টার বিশেষ দানে ধন্য ভূমি। ফিলিস্তিন বুকের গভীরে লুকানো ক্ষত। সেই ক্ষকে নতুন করে অনুভব করাবে এই বই। জাগিয়ে দেবে বুকের ভেতর লুকিয়ে থাকা ভালোবাসাকে।
এ পর্যন্ত প্রায় ২৬টি ভাষায় অনূদিত হয়েছে বইটি।
শিরোনাম | সুপ্রভাত ফিলিস্তিন |
---|---|
লেখক | সুজান আবুলহাওয়া |
প্রকাশনী | নবপ্রকাশ |
Need an account? Register Now