আহমদ রফিক সমাজসচেতন ও বাস্তবতাবোধের কবি। সেইসঙ্গে তিনি কবিতায় মানবজীবন ও ইতিহাস-সন্ধানী। তাঁর প্রথম কাব্যগ্রন্থ নির্বাসিত নায়ক (১৯৬৬) নতুন, পরিমার্জিত রূপে প্রকাশিত হল। বইটির শিরোনাম নিয়ে ইদানীং কিছু প্রশ্ন উঠেছে। সেক্ষেত্রে কবির ভাষ্য হল-মধ্যবিত্তশ্রেণী পরিচালিত ওই সময়ের উঠতি সমাজের অনাকাক্সিক্ষত মুৎসুদ্দি চরিত্র কবির মনে যে ক্ষোভ সৃষ্টি করে তারই প্রকাশ শহুরে বনাম গ্রামীণ প্রকৃতি ও মানবিক সারল্যের তুলনামূলক বিপরীত উচ্চারণে। কথিত এ নির্বাসন প্রকৃতপক্ষে একধরনের নান্দনিক প্রতিবাদী প্রতীক হিসাবে বিবেচ্য, অন্যকিছু নয়। যেমন নয় ‘দাও অরণ্য লও হে নগর’-জাতির নেতিবাচক ভাবনা।পঞ্চাশের দশকে লেখা কবিতাগুলো একালের কবিতাপাঠকের কাছে তৎকালীন সমাজ-সংস্কৃতির পরিচয় তুলে ধরবে, এটাই বড় কথা। কারণ বিগত ছয় দশকে যেমন সমাজের গভীর চরিত্রগত পরিবর্তন ঘটেছে, তেমনই ঘটেছে এদেশীয় কবিতার চরিত্রে। দুইয়ে গভীর প্রভেদ। এ প্রভেদ মনে রেখেই এই পঞ্চাশী কবিতাগুলোকে পড়তে হবে।
শিরোনাম | নির্বাসিত নায়ক |
---|---|
লেখক | আহমদ রফিক |
প্রকাশনী | অনিন্দ্য প্রকাশ |
Need an account? Register Now