আল্লাহ তাআলা পবিত্র কুরআন মজিদে রসূল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে রহমাতুল্লিল আলামীন হিসেবে সম্বোধন করেছেন, (সূরা আম্বিয়া ২১: ১০৭)। এ বইয়ের পাতায় পাতায় লেখক যেন এই সম্বোধনের যৌক্তিকতা তুলে ধরার চেষ্টা করেছেন। শেষনবি বিশ্ব মানবতার মুক্তিদূত কেন একইসঙ্গে মানুষ, জ্বীন ও যাবতীয় সৃষ্টিকূলের জন্য রহমত হিসেবে আবির্ভূত হয়েছিলেন তা পাঠক এ বইটি পড়ে কিছুটা অনুধাবন করার সুযোগ পাবেন।
বইটির আরেকটি ভিন্নধর্মী বৈশিষ্ট্য হলো কুরআনের সাথে এর সংযোগ। প্রচলিত অন্য অনেক সীরাত গ্রন্থের বাইরে এ বইটির অনবদ্য আকর্ষণ হলো, এখানে সীরাতুন্নবী সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনের পরতে পরতে কুরআনের নিবিড় সম্পৃক্ততার বিষয়টি নিপুণ দক্ষতায় উপস্থাপিত হয়েছে। যেমনটা উম্মুল মুমিনিন আয়েশা রদিআল্লাহু আনহা প্রিয়নবী সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে, তাঁর চরিত্রকে কুরআনের প্রতিচ্ছবি বলে অভিহিত করেছেন। বইটির প্রতিটি অধ্যায়ে সেই দৃষ্টান্তগুলো পাঠকের চোখে পড়বে। সীরাতকে এভাবে অধ্যয়নের সুযোগ পাঠককে একটি ভিন্নমাত্রার অভিজ্ঞতা দেবে, তা নিশ্চিত করেই বলা যায়।