আপাত নিরাভরণ, সারল্যে স্নিগ্ধ কিন্তু খুব সহজেই মর্ম ছুঁয়ে যায় তাঁর কবিতা। নদীর প্রবাহের মত স্বতঃস্ফূর্ত, আকাশের মত উদার, ঝর্নার মত স্বচ্ছতোয়া, পর্বতের মত ঋজু এই কবির চিন্তানুভূতির দ্যুতিময় অর্জন। প্রজ্ঞা, পর্যবেক্ষণ, হৃদয়ের গভীরতম অতলান্ত প্রদেশের আবেগ সবকিছু নিষ্ঠুর সময়ের পরিক্রমণে কেলাসিত, শৈল্পিক ব্যঞ্জনায় দীপ্ত হয়ে ওঠে। কবি আসাদ চৌধুরীর কাব্যপাঠ অতীব এক আনন্দদায়ক, প্রীতিপ্রদ অভিজ্ঞতা। জীবনের দীর্ঘ অভিযাত্রায় রাজনীতিমন্থন, বিশ্বভ্রমণ, ব্যাপক পাঠ, বৃহত্তর লোকজীবনের ইতিহাস ঐতিহ্যকে আত্মস্থ ও লগ্ন করার ফলে তাঁর কবিতাপুঞ্জ অন্য মাত্রিকতায় উদ্ভাসিত। অনায়াসেই যা পাঠকহৃদয়ে স্থায়ী আসন করে নেয়।গীতল মূর্ছনার শিল্পবয়ন, সহজ কথাটি সহজে বলতে পারার ঈর্ষণীয় ও সহজাত ক্ষমতা আধুনিক কালের এই চারণ কবিকে দিয়েছে অনন্য প্রাতিস্বিক পরিচয়, যা স্বাতন্ত্র্যে বৈশিষ্ট্যে সমুজ্জ্বল। এমত উদ্ভাসনে সমকালীন বাংলা কবিতাভুবন ঋদ্ধ, সুরভিত, স্পন্দিত হয়েছে। নিবিড়প্রশান্ত জীবনচর্যা, মানবিক মনস্তত্ত্ব, দর্শনকে তিনি প্রজ্ঞার আলোকে পরিশীলিত করে পৌঁছে দেন অনাগত কালের আঙিনায়। অমোঘ নিয়তির মতই তা হয়ে ওঠে বাংলা সাহিত্যের স্থায়ী ও গর্বিত সম্পদ।হাসান হাফিজ
শিরোনাম | কবিতাসমগ্র ১ |
---|---|
লেখক | আসাদ চৌধুরী |
প্রকাশনী | অনিন্দ্য প্রকাশ |
Need an account? Register Now