শাহেদ ধীরে ধীরে চোখ খুলল। চোখ খুলে সে যা দেখল তা এক কথায় ভয়ংকর। সে শুয়ে আছে তাদেরই মেডিক্যাল কলেজের অ্যানাটমি ল্যাবের ডিসেকটিং টেবিলের উপর। এই টেবিলে মানুষের শরীর ব্যবচ্ছেদ করা হয়, কাটাছেড়া করা হয়। তার চোখের সামনে হাতে ছুরি, কাঁচি, ফরসেপসহ লাশকাটার নানারকম অস্ত্রপাতি নিয়ে দাঁড়িয়ে আছে মতি। শাহেদ পালাতে চেষ্টা করে বুঝল সে নড়তে পারছে না। চেতনানাশক ওষুধ দিয়ে তার হাত-পা অবশ করে রাখা হয়েছে। মতি এখন তার শরীরের ব্যবচ্ছেদ শুরু করবে। তারপর জীবন্ত অন্য মানুষগুলোর শরীর ব্যবচ্ছেদ করবে মতি। তখন ভয়ংকর এক অভিশাপ নেমে আসবে সবার উপর। মেডিক্যাল কলেজের ছাত্রছাত্রী কেউ রক্ষা পাবে না।
শিরোনাম | অভিশপ্ত আত্মা |
---|---|
লেখক | মোশতাক আহমেদ |
প্রকাশনী | অনিন্দ্য প্রকাশ |
Need an account? Register Now