ভয়ানক এক মহাকাশ-দুর্ঘটনায় স্কাউটশিপ ফ্লিটি এসে পড়ে সম্পূর্ণ নতুন এক গ্রহে। দুর্ঘটনার তীব্রতায় ফ্লিটির সবাই মারা গেলেও বেঁচে থাকে শুধু দশমাস বয়সের এক মানবশিশু ‘অডিন’। ফ্লিটির মূল প্রোগ্রাম ‘ইন্টি’ বুঝতে পারে তার একার পক্ষে অডিনকে বাঁচিয়ে রাখা সম্ভব নয়। তাই সে গ্রহের বিশেষ প্রাণী, মানুষের মতো দেখতে ছয় ইঞ্চি উচ্চতার লিলিপুটদের সাহায্য কামনা করে সে। লিলিপুটেরা এগিয়ে এলেও তারা বুঝতে পারে বাস্তবতা বড় কঠিন, অবুঝ অডিনকে লালন-পালন করা এতটা সহজ নয়। তার উপর রয়েছে হিংস্র প্রাণী ওগিদের আক্রমণ যারা সুযোগ পেলেই অডিনকে হত্যা করে অডিনের মাংস খেতে চায়। একপর্যায়ে ওগিরা অডিনকে ধরেও নিয়ে যায়। তারা মেতে ওঠে অডিনের মাংস-ভক্ষণের মহোৎসবে। এদিকে লিলিপুটেরাও বসে থাকে না। ইন্টির সাহায্য নিয়ে তারা নবপ্রযুক্তিতে সজ্জিত হয়ে পরিকল্পনা করে ওগিদের আক্রমণের। শেষপর্যন্ত কি লিলিপুটেরা বাঁচাতে পেরেছিল অডিনকে?
শিরোনাম | লিলিপুটের গ্রহে |
---|---|
লেখক | মোশতাক আহমেদ |
প্রকাশনী | অনিন্দ্য প্রকাশ |
Need an account? Register Now