মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরো সময়টাই একটা সফরের মতো। এ সফর অতি সংক্ষিপ্ত সময়ের সফর। মহাকালের অতি ক্ষুদ্র এক পরিসরে এ জীবনের ব্যাপ্তি। চোখ খুলে যাত্রা শুরু, চোখ বুজে সমাপ্তি।
এ কারণেই মুসলিমদেরকে মুসাফিরের ন্যায় জীবনযাপন করতে বলা হয়েছে। সফরে আমরা যেমন অবশ্য প্রয়োজনীয় বিষয় ছাড়া কোনোকিছু নিয়ে পেরেশান হই না, উদ্দেশ্য থাকে কেবলই গন্তব্যে পৌঁছানো—যাত্রা শেষ করা, তেমনি জীবনের এই সংক্ষিপ্ত সফরে আমাদেরও একটি চূড়ান্ত গন্তব্য রয়েছে। জান্নাত।
জান্নাতে পৌঁছানোর প্রয়োজনীয় রসদ জোগানোর জন্যই মূলত দুনিয়ায় আমাদের এই ক্ষুদ্র মুসাফিরি জীবন। ছোট্ট এই সফরে সৃষ্টি হিসেবে স্রষ্টার সাথে একটি সুন্দর সম্পর্কই আমাদের জন্য সর্বোত্তম পাথেয়। জান্নাতের মালিকের সাথে সম্পর্ক গড়ে জান্নাতের পাথেয় অর্জনের রূপরেখা আমাদের এই ‘মুসাফিরের পাথেয়’। প্রায় ৭০০ বছর পূর্বে রচিত নুসুসভিত্তিক এক সংক্ষিপ্ত আখ্যান।