৪০০ পৃষ্ঠার বিশাল এই উপন্যাসটি অযোধ্যার বেগম হজরত মহলকে নিয়ে রচিত। ভারতবর্ষের অধিকাংশ রাজা-বাদশাহ ইংরেজদের সঙ্গে আঁতাত করে নিজেদের জীবন বাঁচিয়েছিলেন। ইংরেজদের পারিতোষিকের বিনিময়ে মাথানত করেছিলেন রানি ভিক্টোরিয়ার ক্ষমার সামনে। কিন্তু হজরত মহল একবারের জন্যও চির উন্নত শির নত করেননি। জীবনের শেষদিন পর্যন্ত লড়ে গেছেন অকুতোভয়ে।
এ গ্রন্থ সেই মহিয়সী নারীর জীবন পাঠকের সামনে উন্মোচন করবে, ইতিহাস যাঁকে বড় একটা সমাদর করেনি কখনো। দেশবিভাগ পরবর্তী হিন্দুত্ববাদী ভারত হজরত মহলের আত্মত্যাগ এবং স্বাধীনতা সংগ্রামের আমরণ লড়াইকে পাদপ্রদীপের আলোয় আনতে চায়নি আর। কারণ, তিনি ছিলেন একজন মুসলিম নারী। অথচ তাঁরই সময়কালের আরেক বিদ্রোহী ঝাঁসির রানি লক্ষ্মীবাই ভারতে পরম পূজনীয় হয়ে আসছেন শতাব্দীকাল ধরে। এ যেন নতুন আরেক আধিপত্যবাদ।
ইন দ্য সিটি অব গোল্ড অ্যান্ড সিলভার-এর লেখক কানিজ মুরাদ নিজেও একজন ভাগ্যাহত রাজকুমারী। বাবা ছিলেন বর্তমান লাহোরের বদলাপুরের রাজার উত্তরপুরুষ। তাঁর মা ছিলেন অধুনালুপ্ত উসমানি খেলাফতের প্রাক্তন সুলতান পঞ্চম মুরাদ-এর বংশধর।