কিছুদুর গিয়ে পেছনে ফিরি আবার- ফেলে আসা জন্মদাগ ঘেঁটে ঘেঁটে খুঁজি কী লেখা তাতে ধুলোর দুর্বোধ্য অক্ষরে। মনে হয় বুঝি পেয়ে গেছি হারিয়ে ফেলা সেই বিরল চাবি জাগতিক সমস্ত তালা খুলে যাবে যার হীরন্ময় স্পর্শে। হয়তো এখানেই লুকানো সৃষ্টির সেই অনিবার রহস্য যার ইঙ্গিত পেয়ে ভাষা-ভোলা কাক কেবল কাকা ডেকে যায় বিস্ময়বোধক সমূহ বৃক্ষের ডালে!
শিরোনাম | ঘুড়িদের পার্থিব আকাশ |
---|---|
লেখক | আহমেদ বাসার |
প্রকাশনী | অনিন্দ্য প্রকাশ |
Need an account? Register Now