আমাদের বিশ্ববিদ্যালয়ে একটি ‘মুক্তিযুদ্ধ কর্নার’ আছে, সেখানে আমরা মুক্তিযুদ্ধের ওপর প্রকাশিত সব বই সংগ্রহ করার চেষ্টা করে আসছি। সেখানে বই সংগ্রহ করার সময় বীরাঙ্গনাদের ওপর লেখা সুরমা জাহিদের বইগুলো সংগ্রহ করেছিলাম। আমি মুক্তিযুদ্ধের ওপর লেখা বইগুলো পড়ার চেষ্টা করি কিন্তু বীরাঙ্গনাদের ওপর লেখা বইগুলো নেড়েচেড়ে দেখি, ভিতরে চোখ বুলাই কিন্তু কখনো পড়তে পারি না। আমার বুকের ভিতর এক ধরনের রক্তক্ষরণ হতে থাকে। শুধু আমার ভিতরে নয়, এই দেশের সবার ভিতরেই নিশ্চয় এই রক্তক্ষরণ হয়। আমি নিশ্চিত সুরমা জাহিদের বুকের ভিতরেও নিশ্চয়ই এই রক্তক্ষরণ হয়েছে তারপরও তিনি সমস্ত কষ্ট বুকের ভিতর পাথরচাপা করে রেখে সারাদেশে ঘুরে ঘুরে এই দেশের বীরাঙ্গনাদের তথ্যসংগ্রহ করে আটটি বইয়ে সেগুলো লিপিবদ্ধ করেছেন।বীরাঙ্গনারা নিশ্চয়ই সুরমা জাহিদের সামনে যথেষ্ট সহজ বোধ করেছেন তাই তারা তাঁর কাছে তাদের জীবনের সবচেয়ে বড়ো অবমাননার কথাগুলো বলতে পেরেছেন। তাদের সেই বর্ণনাগুলো থেকে আমরা শুধু যে নির্যাতনের কাহিনি জানতে পারি তা নয়, আমরা একাত্তরের ইতিহাসটুকুও জানতে পারি। আমি বিশ্বাস করি এই বইটি আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসের অনেক বড়ো একটি সংযোজন হিসেবে বিবেচিত হবে।সুরমা জাহিদের প্রতি আমার গভীর কৃতজ্ঞতা।মুহম্মদ জাফর ইকবাল
শিরোনাম | বীরাঙ্গনা সমগ্র ৩ |
---|---|
লেখক | সুরমা জাহিদ |
প্রকাশনী | অনিন্দ্য প্রকাশ |
Need an account? Register Now