প্রথম দশকের কবিদের কবিতা নিয়ে এটিই প্রথম সংকলন নয়। এর আগে কয়েকটি সংকলন প্রকাশিত হয়েছে এই সময়ের কবিদের কবিতা নিয়ে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে, এর কোনোটিই পরিপক্ব সংকলন নয়। কারণ এর আগে প্রকাশিত সংকলনগুলো প্রকাশিত হয়েছে এই সময়খ-ের কবিগণ চিহ্নিত হওয়ার আগেই। যখন কবিগণ আত্মানুসন্ধানরত, স্বকীয় ভাষাভঙ্গিও যখন ততটা স্পষ্ট নয়, ঠিক তখন প্রকাশিত সংকলনগুলোতে উল্লেখযোগ্য কবিদের স্থান পাওয়া অনেকটাই অনিশ্চিত ছিল। এসব সংকলনে বাদ পড়া কিংবা সজ্ঞানে বাদ দেওয়া কয়েকজন কবি পরবর্তীকালে স্বকীয় ভাষা ও বিষয় বিন্যাসের ক্ষেত্রে অনন্য হয়ে উঠতে সক্ষম হয়েছেন। ফলে তড়িঘড়ি করে বের করা সংকলনগুলো আজ নিজেই প্রশ্নের সম্মুখীন। পূর্ববর্তী সংকলনগুলোতে গোষ্ঠীকেন্দ্রিকতা সহজ লক্ষ্য। যারা সংকলনগুলো সম্পাদনার দায়িত্বে ছিলেন তারা নিজের গোষ্ঠীভুক্ত কবিদের গুরুত্বসহকারে অন্তর্ভুক্তির দিকে মনোযোগী ছিলেন। ফলে প্রতিভাবান বা সম্ভাবনাময় কিছু কবি তাদের দৃষ্টিসীমার বাইরে থেকে গেছেন। কিংবা সজ্ঞানে বাইরে রেখেছেন। আমরা এই সংকলনটি সম্পূর্ণ নিরপেক্ষ দৃষ্টিতে সব ধরনের মত ও পথের গুরুত্বপূর্ণ কবিদের কবিতা দিয়ে সাজানোর সর্বাত্মক চেষ্টা করেছি। তাই ‘নির্বাচিত প্রথম দশক’ গ্রন্থটি প্রকাশের প্রয়োজনীয়তা অনস্বীকার্য।
শিরোনাম | নির্বাচিত প্রথম দশক |
---|---|
লেখক | আহমেদ বাসার |
প্রকাশনী | অনিন্দ্য প্রকাশ |
Need an account? Register Now