প্রকৃতি, ঐতিহ্য, মানুষ- এই ত্রয়ী ¯্রােতের এক মগ্ন তীর্থ ‘মানুষ তোমার দিকে’। প্রকৃতির নীরব ভাষা-পাঠ আর ঐতিহ্যের চর্যা, বোধিবৃক্ষ, হেরা গুহা, ‘বাল্মীকির আদি আর্তনাদ’ অঙ্গীকার করে কবি আহমেদ বাসার দেখতে চেয়েছেন : মানুষ। পিতা-প্রেমিকা-কন্যাকে ছুঁয়ে তিনি ছড়িয়ে পড়েছেন মানবসমষ্টির অসমতল বিশ্বে।বড় করুণ সে ভ্রমণ-অভিজ্ঞতা। কবি দেখেছেন, মানুষের মন ভরে উঠেছে মাকড়সার জালে। ‘নিজস্ব সূর্য বুকের বামপাশে গেঁথে নিরুপায়’ পালিয়ে যাচ্ছে সুবোধ। ক্রমশ গলে পড়ছে মানুষের মুখ ও মনীষা। ডাস্টবিন হয়েও কবি দেখেছেন সভ্যতার অতল পঙ্কিলতা।তবু ‘মানুষের ওপর বিশ্বাস হারানো পাপ’ জেনে, কবি এগিয়ে এসেছেন মানুষেরই কাছে। হাত বাড়িয়ে দিয়েছেন পতনোন্মুুখ সভ্যতার দিকে। বিশ্বাস রেখেছেন, ‘কস্তুরী ফুলের রেণু অন্য কোথাও উড়ছে নিশ্চয়ই’। এই বিশ্বাসই পতন-গর্ভে উত্থানের বীজমন্ত্র। কবি আহমেদ বাসারের চতুর্থ কাব্যগ্রন্থ ‘মানুষ তোমার দিকে’Ñ ক্রান্তিকালের বিপরীতে সেই মাঙ্গলিক প্রত্যাশারই শাণিত আয়ুধ।হিমেল বরকত
শিরোনাম | মানুষ তোমার দিকে |
---|---|
লেখক | আহমেদ বাসার |
প্রকাশনী | অনিন্দ্য প্রকাশ |
Need an account? Register Now