নবায়ন পারভেজের কবিতার মধ্যে যে বিষয়টি সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে প্রচণ্ড, তা হচ্ছে অনুভূতি ও উপলব্ধি। তিনি যে জীবনকে খুব কাছে থেকে দেখেন ও বিশ্লেষণ করেন তা কবিতার শব্দচয়ন ও বক্তব্যে বেশ স্পষ্ট।
সম্পর্কের গভীরতা শুধু মানুষের সাথে মানুষের, প্রেমিকের সাথে প্রেমিকার সাধারণ ভালোলাগার বহিঃপ্রকাশ নয়— তা যে কি তীব্র ও বাঁধনহারা হতে পারে তা বেশ দক্ষতার সাথে এই কাব্যগ্রন্থের প্রায় প্রতিটি কবিতায় ফুটিয়ে তোলা হয়েছে।
দর্শন, অনুভূতি, উপলদ্ধি ও জীবনবোধের যে চমৎকার মিশ্রণ তাঁর কবিতায় পাওয়া যায়, তাতে তাঁকে নিঃসন্দেহে সম্ভবনাময় কবি বলা যায়।
শিরোনাম | একটু গভীরে এসো |
---|---|
লেখক | নবায়ন পারভেজ |
প্রকাশনী | আদর্শ |
Need an account? Register Now