এই পুস্তকটিতে দুই মলাটের ভেতর প্লেটোর চারটি সংলাপ অন্তর্ভুক্ত করা হয়েছে; একটি কারণ হলো দুটি সংলাপ ‘বড় হিপ্পিয়াস’ ও ‘ছোটো হিপ্পিয়াস’-এর নামের কিছুটা সাদৃশ্য আর বাকি দুটি সংলাপ-‘আয়ন’ ও ‘মেনেক্সেনাস’-এর পরিসরের স্বল্পতা। বিষয়বস্তুর দিক থেকে সংলাপ চারটি প্রভূতভাবে ভিন্ন। ‘বড় হিপ্পিয়াস’ প্লেটোর নন্দনতত্ত্ব বিষয়ক সংলাপ; এর বিষয়বস্তু হলো ‘সৌন্দর্য’। সক্রেটিস এতে সফিস্ট হিপ্পিয়াসের সঙ্গে সৌন্দর্যের মাত্রা নিয়ে আলোচনা করেন।
শিরোনাম | প্লেটোর চারটি সংলাপ |
---|---|
লেখক | আমিনুল ইসলাম ভুইয়া |
প্রকাশনী | পাঠক সমাবেশ |
Need an account? Register Now