কিসমতপুর সরকারি হাই স্কুলে আনন্দের সীমা নেই। চারিদিকে খুশির জোয়ার। কারণ এই শীতের মৌসুমে স্কুল থেকে পিকনিকে যাচ্ছে সবাই। হেডস্যার আর নবাব স্যারের ব্যস্ততার শেষ নেই। হেডস্যারের ব্যক্তিগত পিয়ন বজলুও তাদের দেখাদেখি ভীষণ ব্যস্ত। লাবু আর তার বন্ধুরাও ব্যস্ত হয়ে পড়েছে পিকনিকের ভেন্যু নির্বাচনে। এই নিয়ে ভােটাভুটিও করতে হবে। স্কুলেই হয়ে যাবে গণতন্ত্রের পাঠ।
কিন্তু হঠাৎ এ কী হলাে? স্কুলের লাইব্রেরি থেকে গােল্ডকাপ উধাও! বিভাগীয় পর্যায়ে ফুটবল চ্যাম্পিয়ন হয়েছিল কিসমতপুর হাইস্কুল। পিকনিক নিয়ে সবার এই ব্যস্ততার সুযােগে চোর এসে সেই গােল্ডকাপটি নিয়ে সরে পড়েছে। টেনশনে হেডস্যার আর নবাব স্যার পাগলপ্রায়। পিকনিকের পরিকল্পনা শিকেয় উঠল । লাবু আর তার বন্ধুদেরও মাথায় হাত। কী হবে এখন?
শিরোনাম | স্বর্ণচুরি রহস্য (হার্ডকভার) |
---|---|
লেখক | পলাশ মাহবুব |
প্রকাশনী | পাঞ্জেরী পাবলিকেশন্স লিমিটেড |
Need an account? Register Now