পারমেনিদিজ (ইংরেজিতে পারমেনিডিজ; গ্রিকে পারমেনিদেস)।
এই সংলাপটি এক অধিবিদ্যা বিষয়ক ধাঁধা হিসেবে প্রতীয়মান হয়। সক্রেটিসপূর্ব প্রখ্যাত দার্শনিক পারমেনিদিজ তাঁর শিষ্য জিনোকে (‘জিনোর কূটাভাষ’খ্যাত) সঙ্গে করে অ্যাথেন্সে বেড়াতে আসেন এবং যুবকবয়েসি সক্রেটিস তাঁর সাক্ষাৎ লাভ করেন। সেখানে জিনো তাঁর একটি পুস্তক পাঠ করেন এবং তিনি বাস্তব জিনিসের বুদ্ধিগ্রাহ্যতা ও ‘বহুত্ব’কে চ্যালেঞ্জ করেন। সক্রেটিস তা নিয়ে প্রথমে জিনো ও পারমেনিদিজকে তাঁর প্রত্যয় নিয়ে প্রশ্ন করেন। পারমেনিদিজ যে বলেন বাস্তবতা গঠিত হয় অভৌত, প্রত্যক্ষণাতীত ‘আদল’ নিয়ে এবং প্রত্যক্ষণযোগ্য, ভৌত সামগ্রী তাতে অংশগ্রহণ করে, তা কী করে সত্য হয়? পারমেনিদিজ সেই প্রকরণের কথা বলেন এবং ‘এক সত্তা’কে বিষয় হিসেবে নির্বাচন করে বিরোধপূর্ণ ‘অবরোহ অনুমান’ ধরে এর আটটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের সত্তা, ঐক্য, একত্ব ও ভিন্নতা, সাদৃশ্য ও বৈসাদৃশ্য, গতি ও স্থিরতা, স্থান ও সময়, ইত্যাদি উপস্থাপন করেন। আদলের তত্ত¡ গড়ে তোলার জন্য এইসব প্রত্যয় কী ভূমিকা রাখে তার দায়িত্ব পড়ে সক্রেটিসের ওপর, একইসাথে পাঠকের ওপর। এই মহান পুরুষটি যখন আলোচনার অন্তে বলেন, “এক কি অস্তি, না কি অস্তি নয়, এক এবং অন্য কিছু কি এক রকম, না কি এক রকম নয়, এবং তা একই বলে প্রতীয়মান হয়, না কি হয় না, তা বলা যায় না”, তখন পাঠক প্রথমে হতবুদ্ধি হয়ে পড়েন, কিন্তু অব্যবহিত পরে নিজের ভাবনাকে সক্রিয় করা ছাড়া তার গত্যন্তর থাকে না।
শিরোনাম | প্লেটো : পারমেনিদিজ |
---|---|
লেখক | আমিনুল ইসলাম ভুইয়া |
প্রকাশনী | পাঠক সমাবেশ |
Need an account? Register Now