আপনি কখনোই এমনটা ভাববেন না যে, বিপদ কেবলই শাস্তি। আপনি সেই পিতার কথা কল্পনা করুন, যিনি অপরাধের কারণে সন্তানকে শাস্তি দেন। কিন্তু শাস্তি পাওয়ার পর সন্তান যখন লজ্জায় মাথা নিচু করে ফেলে, তখন তিনি ছেলেকে বুকের মধ্যে টেনে নেন। তাকে স্নেহ-মায়ায় ভরিয়ে দেন। আল্লাহ তাআলা তো আপনাকে পিতা-মাতার চেয়েও লক্ষ-কোটি-গুণ বেশি ভালোবাসেন। তাই বিপদ দিয়ে তিনি আপনার মনের কলুষতা দূর করতে চান।
আপনাকে কাছে টেনে নিতে চান।অনেক-সময় আমরা পাপের সাগরে ভাসতে ভাসতে তাওবার কথা ভুলে যাই। ফলে আমাদের অন্তর কলুষিত হয়ে পড়ে। অন্তরের কলুষতা চিরস্থায়ী বরবাদির কারণ হতে পারে। এই কলুষতা দূর করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বিপদ নামক পরীক্ষার চেয়ারে বসিয়ে দেন। এর মাধ্যমে বান্দার চিন্তার জগতে আলোড়ন সৃষ্টি হয়। সে নিজের ভুল বুঝতে পারে। আগের চেয়ে আরও বেশি সতর্ক হও। রোনাজারি করে আল্লাহর দরবারে। তাই বিপদকে আযাব মনে করে কষ্ট পাবেন না। এটা আল্লাহর পক্ষ থেকে আসা নিয়ামাত। এই নিয়ায়মাত আপনাকে খাঁটি মুমিন হওয়ার পথ করে দেবে। তাই সবর ও নেক আমলের মাধ্যমে এই নিয়ামাতকে কাজে লাগানোর চেষ্টা করুন।
শিরোনাম | বিপদ যখন নিয়ামাত |
---|---|
লেখক | শাইখ মূসা আবদুল্লাহ জিবরীল |
প্রকাশনী | সন্দীপন প্রকাশন |
Need an account? Register Now