আমাদের একটি গৌরবোজ্জ্বল অতীত আছে। আছে গর্ব করার মতো অসংখ্য যুগশ্রেষ্ঠ মনীষা। আমরা গর্ব করতে পারি আমাদের নির্মাণ করা সভ্যতা নিয়ে। পৃথিবীর অর্ধেক সভ্যতা নির্মিত হয়েছে শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসা মুসলিম সাম্রাজ্য আর যুগ বদলে দেয়া মনীষীদের হাত ধরে। এই গৌরব আমরা হেলায় হারাতে পারি না।
কিন্তু এ কথাও আমাদের স্মরণ রাখা কর্তব্য, কেবল অতীতের সুখ-স্মৃতিচারণ কিংবা অতীতের গল্প বর্ণনা করে আমরা কখনোই আমাদের হারানো ঐতিহ্য ফিরে পাবো না। আমাদের ইতিহাস-ঐতিহ্য, আমাদের যুগবরেণ্য মনীষাব্যক্তিত্ব, সযত্নে লালিত আমাদের বিজয়ী চেতনা কোনোভাবেই যেন কেবল বইয়ের পাতার গল্প হয়ে না যায়। ঐতিহ্যের প্রতিটি গল্প যেন হয় ভবিষ্যত পৃথিবী নির্মাণের হিরন্ময় হাতিয়ার।
উমাইয়া ও আব্বাসি খেলাফতের সময়কে সাধারণত ইসলাম বা মুসলমানদের স্বর্ণযুগ হিসেবে মূল্যায়ন করা হয়। সে সময়কার কিছু বিস্ময়জাগানিয়া ও চমৎকার কাহিনির সন্নিবেশিত রূপ সোনালি দিনের গল্প। গল্পগুলোর মাধ্যমে সমকালীন মুসলিম জাহানে সাধারণ জনগণের চরিত্র, শাসকদের হিতাকাক্সক্ষা এবং মুসলিম সৈন্যদলের শৌর্য সম্পর্কে পাঠক একটা ধারণা এঁকে নিতে পারবেন হৃদয়পটে।
‘সোনালি দিনের গল্প’ এমনই কিছু অজেয় গল্প দিয়ে সাজানো গল্পগ্রন্থ। লেখক হামমাদ রাগিব ইতিহাসের নানা গুদাম থেকে গল্পের কাঁচামাল জোগাড় করে পাঠকের সামনে হাজির করেছেন ঐতিহ্যের এক বিনিদ্র দাওয়াই। পাঠকের অন্তকরণে যে দাওয়াই ছড়িয়ে দেবে জাগ্রত বিশ্বাসের স্ফুরণ। বইটি পাঠ করে পাঠক আমাদের অতীত ইতিহাস যেমন জানতে পারবে, তেমনি উজ্জীবিত হবে নতুন দিনের জাগৃতির।
শিরোনাম | সোনালি দিনের গল্প |
---|---|
লেখক | হামমাদ রাগিব |
প্রকাশনী | নবপ্রকাশ |
Need an account? Register Now