উপন্যাসটির নাম শুনে অনেকে মুচকি হাসি দিয়ে বলতে পারেন। নামের অভাব পড়ছে, এটা কোনো নাম হলো? “আজও ভালোবাসি তোমায়” মনে হচ্ছে লেখক নিজেই একশ একটা ছ্যাঁকা খাইছে। রাইট। তবে ছ্যাঁকা খাইনি, ছ্যাঁকা দিতে গিয়ে জ্ঞান হারিয়ে দেড় ঘন্টা অজ্ঞান ছিলাম। কারণটা শুনে-হিহি, হাহা করে হাসা খানিকক্ষণ বন্ধ রাখতে হবে। মেমেটির নাম হাসি। কীভাবে পরিচয় সেটা বাক্সবন্দি রাখলাম। একদিন হাসি সেধে এসে কথা বলা শুরু করল। মেয়েরা সেধে কথা বললে-কার না ভালো লাগে? আমারও ঠিক তাই। চলল কিছুদিন কথা, এর পর ইয়ে, তারপর গোপনে বিয়ে। হঠাৎ মনে হলো-বিয়ের আগে হাসির বাবা-মাকে অ্যাটলিস্ট চেনা দরকার। চলে গেলাম বাসায়। সিঁড়ি দিয়ে উঠতেই ঈশানের সাথে পরিচয়। তার বয়স চার। জিজ্ঞেসে করলাম, হাসি কোন ফ্ল্যাটে থাকে। ঈশান বলল, মা তো বাসায় নাই। বাজানরে ডাকব? সেকেন্ডের মধ্যে জ্ঞান হারালাম। হসপিটালের ডাক্তার বলল চোখ খোলেন। তাকিয়ে দেখি হাসি, ছেলে ঈশান, স্বামী সাদেক। আমাকে দেখতে সবাই লাইন ধরে বসে আছে। আবারও সেকেন্ডের মধ্যে অজ্ঞান হয়ে গেলাম। এই হলো শালার প্রেম। হাসি কি আসলে বিবাহিত নাকি ইচ্ছে করে এমন করেছে। বাকি কথা শুনতে হলে ‘হাসি আজও আমি তোমারই আছি’ উপন্যাসটির জন্য অপেক্ষা করতে হবে। এতক্ষণ বিজ্ঞাপন দিলাম, পরবর্তী উপন্যাসের। বেশি বিজ্ঞাপন দিলে পাঠকরা মনে করবে, সস্তা লেখার দাম বাড়াচ্ছি। হকারদের মতো একটা কথা না বলে পারছি না! এতক্ষণ যা বলেছি সব বাদ। আসল কথা হলো পারুল আর বাদল, দুজনের প্রেমের গাঁথুনিতে ভরপুর ‘আজও ভালোবাসি তোমায়’ উপন্যাস টি। হালকা না বললেই নয়। যারা প্রেম করছেন-যারা করবেন। যারা ছ্যাঁকা খেয়েছেন যারা খাবেন। ওভার অল যারা সাকসেস হয়েছেন। সবার মনের কথা, মন খুলে প্রিয়জনকে বলার মতো একটি উপন্যাস ‘আজও ভালোবাসি তোমায়’। কথায় আছে বিফলে মূল্য ফেরত। ইয়েস। সেই কথায় আমি রাজি। প্রকাশক আফজাল ভাই-এর কাছে পাঠক পাঠিকাদের মোবাইল জমা থাকবে এক পাশে। “আজও ভালো বাসি তোমায়” উপন্যাসটি জমা থাকবে তারই পাশে। উপন্যাসটি পড়ে ভালো লাগলে উপন্যাসটি কিনে নিয়ে যাবেন। ভালো না লাগলে মোবাইল ফেরত নিয়ে যাবেন। প্রকাশক আর পাঠক-পাঠিকারা মিলে এই কাজ করেন। আমি আপাতত বিদায় নিলাম। যাওয়ার আগে আশ্বস্ত করলাম। আমি হাসান জাহাঙ্গীর-আমার প্রকাশিত তেরোটি উপন্যাস পড়ে আপনারা নিরাশ হননি। এবারও ১৪তম উপন্যাসটি পড়ে বাহ্বা পাওয়ার আশাবাদী।
শিরোনাম | আজও ভালোবাসি তোমায় |
---|---|
লেখক | হাসান জাহাঙ্গীর |
প্রকাশনী | অনিন্দ্য প্রকাশ |
Need an account? Register Now