বাংলাদেশের মাটিতে প্রায় ৩৫০ রকমের ফসল ফলে। তবে সব ফসল চাষ করা হয় না। চাষকৃত ফসলের মধ্যে সব ফসল আবার মাঠে জন্মে না। মাঠে ব্যাপকভাবে প্রায় ২০-৩০টি ফসল চাষ করা হয়। এসব ফসলের মধ্যে দানাশস্য যেমন ধান, গম, ভূট্টা প্রধান। মাঠে চাষ করা হয় বিভিন্ন রকমের ডালশস্য, তেলবীজ ফসল, পাট, আখ ইত্যাদি। মোট চাষকৃত জমির প্রায় ৭৯ শতাংশ জমি দখল করে আছে প্রধান ফসল ধান। ধান, গম, ভূট্টা, মসুর, মুগ, ছোলা, সরিষা, তিল, চিনাবাদাম, পাট ও আখ এই ১১টি প্রধান ফসলের সর্বাধুনিক চাষ প্রযুক্তি নিয়ে লেখা হয়েছে ‘মাঠ ফসলের চাষাবাদ’ বইটি। ফসল উৎপাদনে এ দেশের যথেষ্ট অগ্রগতি হয়েছে, উদ্ভাবিত হয়েছে অনেক আধুনিক প্রযুক্তি। তবুও প্রতিটি ফসলের গবেষণায় প্রাপ্ত ফলন ও মাঠে উৎপাদিত ফলনের মধ্যে এখনো বেশ পার্থক্য রয়েছে। মাঠ পর্যায়ে আধুনিক জাত নির্বাচন ও উপযুক্ত পরিচর্যার অভাবেই এই ফলন পার্থক্যের মূল কারণ। এ বইয়ে আলোচিত ফসলসমূহের সর্বাধুনিক উৎপাদন প্রযুক্তিসমূহ সম্পর্কে সহজ ভাষায় আলোচনা করা হয়েছে, ফসলসমূহের জাত ও ফলন ক্ষমতাও উল্লেখ করা হয়েছে। সর্ব্বোচ্চ ফলন লাভের জন্য এখন দরকার এসব প্রযুক্তিসমূহ মেনে চাষাবাদ করা। চ্যালেঞ্জ করা যায়, কেউ এসব প্রযুক্তি বা কলাকৌশলের অনুসরণ করে চাষ করলে তার ফলন অবশ্যই বাড়বে। ফলন বৃদ্ধি মানেই বেশি লাভ, বেশি আয়। বেশি আয় মানেই জীবনযাত্রার মানের পরিবর্তন। কেউ চাষাবাদ করে আয় বাড়াতে চাইলে তাই এই বইটি তার সহায়ক বন্ধু হয়ে উঠতে পারে।
শিরোনাম | মাঠ ফসলের চাষাবাদ |
---|---|
লেখক | মৃত্যুঞ্জয় রায় |
প্রকাশনী | অনিন্দ্য প্রকাশ |
Need an account? Register Now