কথাশিল্পী, শিশুসাহিত্যিক, মনোবিজ্ঞানী পরিচয়ের আড়ালে যেন হারিয়ে গেছে আনোয়ারা সৈয়দ হকের কবিপরিচিতি। অথচ তাঁর কবিতার ভুবন কতটা শক্তিশালী ও স্বাতন্ত্র্যমণ্ডিত সে সাক্ষ্য ধরা রইল এই বইয়ে। প্রেমের কবিতার নতুন এক বলয় উন্মোচিত হয়েছে এখানকার অর্ধশত কবিতার অক্ষরে অক্ষরে। দীর্ঘ ও হ্রস্বকবিতায় তিনি বয়ন করে চলেন চিরায়ত প্রেমের তন্ত্ত। ব্যক্তি-প্রেমকে তিনি বিস্তৃত দান করেন উদার আকাশে। হৃদয়ের আকুলিবিকুলি যে সরল সৌন্দর্যে, সহজ উচ্চারণে এই বইয়ের কবিতাপুঞ্জে ব্যক্ত হয়েছে, তা এককথায় অনন্য ও অভাবিত। আনোয়ারা সৈয়দ হক কবিতায় নিরীক্ষাশীল; কিন্তু তাঁর কোনো নিরীক্ষাই অযথা জটিলতার কাছে সমর্পিত নয়। প্রেমের সূত্রে কবিতায় তিনি গান গেয়ে চলেন প্রকৃতি ও মহাবিশ্বেরও। মানুষ-মানুষীর আবেগী অবস্থানকে তরুলতা, ফুলপাখি, জলমাটি, পুরাণ আর দার্শনিক বিভূতিতে প্রতিস্থাপন করেন আর অতঃপর যে কবিতা তিনি আমাদের উপহার দিয়ে চলেন, তা পাঠ করে পাঠক ও পাঠিকা নিঃসন্দেহে বলে উঠবেন: ‘আরে এই তো আমাদের প্রার্থিত হৃদয়ের ভাষা’।
শিরোনাম | ৫০ প্রেমের কবিতা |
---|---|
লেখক | আনোয়ারা সৈয়দ হক |
প্রকাশনী | আগামী প্রকাশনী |
Need an account? Register Now