এর আগে হৃদয়ের কথা বলিতে ব্যাকুল নামে এই তরিকার একটি পুস্তক লিখেছেন সালাহউদ্দীন জাহাঙ্গীর। কিশোর-তরুণদের জন্য লেখা। বক্ষ্যমান পুস্তকটিও একই তবকার। নিজের ব্যক্তিগত চিন্তা-ভাবনা, দুর্ভাবনা, দুশ্চিন্তা, অব্যক্ত কথা―যেগুলো জনসম্মুখে বলা যায় না, সেসব অকপটে বলা হয়েছে এ জীবন পুণ্য করো বইয়ে। অতি আশাবাদের কথা হলো, অদূর ভবিষ্যতে এই তবকার আরও পুস্তকাদি প্রকাশ হবে এবং সেগুলোতে স্পর্ধিত কথাবার্তার শোরগোল থাকবে আরও অধিক।
লেখালেখি সালাহউদ্দীন জাহাঙ্গীর-এর কাছে অত বেশি সিরিয়াস বিষয় না। মানুষের জীবন অনেক বেশি বিস্তৃত, বিশাল তার ব্যাপ্তি। সেই বিশালতার কাছে শিল্প-সাহিত্য, সুকুমারবৃত্তি, আর্ট-কালচার অনেক সময় জগদ্দল হয়ে পড়ে থাকে। তার কোনো মূল্যমান থাকে না। তবু জীবন বিউটিফুল। সেই জীবনকে পুণ্য করে তোলাই লেখকের ব্রত। লেখা বা লেখক নিয়ে ভাবাভাবির কিছু নেই।
সালাহউদ্দীন জাহাঙ্গীর জানিয়েছেন, এ পুস্তক কাউকে কোনো পথ দেখাবে না, বিপথগামীও করবে না। এ পুস্তক সাধারণ কিছু পার্থিব অক্ষরের মধ্য দিয়ে অপার্থিব-অলৌকিক এক জীবনের কথা বলেছে। এজন্য এ পুস্তককে মসিহা মনে করার কোনো কারণ নেই। এ পুস্তক সাধারণ্যের মাঝে থেকেও এক অনন্ত পুণ্যময় জীবনের কথা বলেছে মাত্র। এ ভিন্ন আর কি-ই বা করার ছিল!
শিরোনাম | এ জীবন পূণ্য করো |
---|---|
লেখক | সালাহউদ্দীন জাহাঙ্গীর |
প্রকাশনী | নবপ্রকাশ |
Need an account? Register Now