শহীদুল জহিরের গল্পের উপজীব্য প্রথমত নারী-পুরুষের ভালোবাসা, প্রেম, তারপর সমাজ এবং রাষ্ট্রচিন্তা। এর বাইরে কে থাকে? নাঙ্গা দরবেশবৃন্দ ছাড়া। এবং সাধারণ মানুষ যেহেতু দরবেশ নয়, তারা তাই ভালোবাসে অথবা ভালোবাসার জন্য আকুলিবিকুলি করে, তারা নির্ঘাত পোড়ে এবং পোড়ায় এ এক উন্মাদনা জীবৎকালব্যাপী মানুষের। তারপর অস্তিত্বের সঙ্গে লেগে থাকে সমাজ এবং রাষ্ট্রের সূত্রাবলি। এইসব গল্প শহীদুল জহিরের।
শিরোনাম | শহীদুল জহির নির্বাচিত গল্প |
---|---|
লেখক | শহীদুল জহির |
প্রকাশনী | পাঠক সমাবেশ |
Need an account? Register Now