সহস্রাধিক মানুষের মুখ তখন ফ্লোরিডার ঝকঝকে নীল আকাশের দিকে। তাদের দু-চোখে তখন ভর করেছে, ১৬ কোটিরও বেশি মানুষের মুগ্ধতা। অরল্যান্ডোর ক্যাপ ক্যানাভেরাল তখন একটি স্বপ্ন বাস্তব হওয়ার সাক্ষী হতে চলেছে। চলছে ক্ষণগণনা। তবুও সংশয়। আগের দিনও ছিল এমন কাউন্টডাউন। থমকে গিয়েছিল উৎক্ষেপণের ঠিক আগমুহূর্তে। তাই দুরুদুরু বুকে শেষ মুহূর্তেও সবার অপেক্ষা। আজ আসবে তো সেই মাহেন্দ্রক্ষণ! পরম কাক্সিক্ষত সেই মুহূর্তটি! ক্ষণগণনা শেষ মুহূর্তে। কানে বাজছে থ্রি, টু, ওয়ান। এরপর মাত্র কয়েক পলকের নিস্তব্ধতা। সবার হৃৎস্পন্দন যেন বন্ধ হয়ে আসছে। স্বগৌরবে মহাকাশের দিকে উড়ে গেল ‘ফ্যালকন ৯’। সঙ্গে করে নিয়ে গেল বাংলাদেশের প্রথম কমিউনিকেশন স্যাটেলাইট ‘বঙ্গবন্ধু’ কে। সেকি শব্দ! প্রচÐ সেই শব্দ ভেদ করে শোনা গেল মানুষের গর্জন। উচ্ছ¡াস আর আনন্দ। আটলান্টিকের পানি তখন আছড়ে পড়ছে তীরে। সেই শব্দ মিলিয়ে গেল অনেকের হর্ষধ্বনিতে। মহাকাশে বাংলাদেশের ঠিকানা হওয়ার আনন্দে ভেসে গেল সবাই।
শিরোনাম | মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট ১ |
---|---|
লেখক | শামীম আল আমিন |
প্রকাশনী | অনিন্দ্য প্রকাশ |
Need an account? Register Now