সাধারণ লেখকেরা কিছুকাল পরে হারিয়ে যান, আর যারা অনন্য, অসাধারণ, এই মরলােকে। তাদের অমরতার কখনাে অবসান হয় না । আকাশের অজস্র নক্ষত্ররাজির মধ্যে তারা যেন স্থির ধ্রুবতারা। হুমায়ুন আহমেদ আমাদের সাহিত্যের আকাশে সেই সমুজ্জ্বল নক্ষত্র। মৃত্যু এসে তাঁকে হয়তাে অদৃশ্য করে দিয়েছে, কিন্তু নিজের বিপুল সৃষ্টিসম্ভার নিয়ে তিনি আমাদের চেতনালােকে আজও তুমুলভাবে জেগে আছেন, সেই জীবিতকালের মতােই।
হুমায়ূন আহমেদের বিপুল সৃষ্টিসম্ভার থেকে ভৌতিক বিষয়ক পাঁচটি উপন্যাস নিয়ে সাজানাে। হলাে ‘সেরা পাঁচ ভৌতিক উপন্যাস’।