ভূমিকা থেকে কিছু অংশ নেওয়া : বাংলা সংগীতের ধারায় প্রথম শ্রেণির পাঁচজন গীতিকারের একজন অতুলপ্রসাদ সেন। রবীন্দ্রনাথ ঠাকুর (১৮৬১-১৯৪১), দ্বিজেন্দ্র লাল রায় (১০৬৩-১৯১৩), রজনীকান্ত সেন (১৮৬৫-১৯১০), কাজী নজরুল ইসলাম (১৮১৯৯-১৯৭৬) এই চার যুগন্ধরের একই কাতারে নিজস্ব ভঙ্গিমায়, নিজস্ব ঘরানায় আসীন গীতিকার, সুরকার, গায়ক, কবি অতুলপ্রসাদ সেন (১৮৭১-১৯৩৪)। অন্যরা গান রচনার পাশাপাশি সাহিত্যের আরো অনেক ধারায় পদচারণা করলেও অতুলপ্রসাদের জীবন ও কর্ম ছিল কেবলই সংগীতময়। গানের মাঝেই তিনি খুঁজে পেয়েছিলেন।
শিরোনাম | মোদের গর্ব মোদের আশা |
---|---|
লেখক | অতুলপ্রসাদ সেন |
প্রকাশনী | আগামী প্রকাশনী |
Need an account? Register Now