জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কৈশোর পেরোনোর সময়ই তারুণ্যের যাত্রাধ্বনি প্রতিধ্বনিত হয়েছে যা ফুটে উঠেছে দুখু উপন্যাসের দ্বিতীয় খ-ে। তাঁর স্বাধীনতাপিয়াসী, মানবতাবাদী, ধর্মবর্ণনির্বিশেষ সাম্যসন্ধানী চেতনার প্রকাশ ঘটেছে এসময়। নজরুলের বয়ঃসন্ধিকাল নিয়ে মোহিত কামাল রচিত এ বইটি বাস্তব জীবনভিত্তিক এক সৃষ্টিশীল আখ্যান। এই বয়সেই স্ফুরণ ঘটেছে বাংলা ভাষাসাহিত্যে নজরুলের সৃজন-ক্ষমতার।নজরুলকে নিয়ে এমন সৃজনধর্মী কিশোর উপন্যাস বাংলাসাহিত্যে বিরল। এ বয়সেই নজরুল ইংরেজদের বিরুদ্ধে লড়াইয়ের সংকল্প করেছেন। যে-মমতা ও দেশপ্রেম নিয়ে তিনি বন্ধু শৈলজানন্দকে যুদ্ধে যাওয়ার আহ্বান জানান তা এক ‘বিদ্রোহী’ নজরুলের জীবন্ত প্রতিচ্ছবি যা পাঠককে আকৃষ্ট করে। ভিক্টর ইনস্টিটিউট ও পরবর্তী পর্যায়ে শিয়ারশোল রাজ স্কুল থেকে শুরু করে সৈনিক জীবনের যাত্রাশুরু পর্যন্ত নজরুল-জীবনের সময়কাল উঠে এসেছে ছোটোদের এ উপন্যাসে, যা বড়োদের জন্যও পাঠ্য।এ গ্রন্থে একই সঙ্গে ফুটে উঠেছে সাহিত্য-সৃজন ও পড়াশোনার প্রতি নজরুলের দুর্নিবার আকর্ষণের কথা। মেধাবী নজরুল শত দুঃখ-কষ্টের মাঝেও চেষ্টা করে গেছেন পড়াশোনা চালিয়ে যাওয়ার। তাঁর এ তাগিদ এখনকার কিশোর-তরুণদের জন্য হতে পারে মহান আদর্শের আলোকশিখা।বাংলা ভাষার কিশোরসাহিত্যে এ এক নবতম সংযোজনা যা অবশ্যপাঠ্য হিসেবে বিবেচিত হতে পারে।
শিরোনাম | দুখু - ২য় খণ্ড |
---|---|
লেখক | মোহিত কামাল |
প্রকাশনী | অনিন্দ্য প্রকাশ |
Need an account? Register Now