বাঙালি জাতি তাদের অধিকার ও স্বাধীনসত্তাকে সুপ্রতিষ্ঠিত করার অঙ্গিকার নিয়ে পাকিস্তান সৃষ্টির সূচনালগ্ন থেকে সাংবিধানিক উপায়ে সুসংহত সংগ্রামের মধ্যে দিয়ে কীভাবে এগিয়ে গেছে, কোন কোন বিষয় ও আদর্শ স্বাধীন বাংলাদেশ সৃষ্টিকে জোরদার করে তুলেছিল – এ সমস্ত উপাদানসমূহের বর্ণনার মাধ্যমে লেখক এই বইয়ে বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ ইতিবৃত্তের সংগত ব্যাখ্যা হাজির করেছেন। এ সকল ঘটনা ও গুরুত্বপূর্ণ উদ্যোগ ব্যাখ্যা করার ক্ষেত্রে লেখক কোন নির্লিপ্ত ব্যক্তি নন, বরং ঘটনাবলির সাথে তার যোগসূত্র অত্যন্ত নিবিড় ছিল। লেখক কখনও কেন্দ্রবিন্দুতে স্বয়ং উপস্থিত থেকে, কখনও বা দূর থেকে অবলোকন করেছেন এসব ঘটনার গতি-প্রকৃতিকে। এজন্যেই বিষয়গুলো স্পষ্ট হয়ে উঠেছে এবং বর্ণিত ঘটনাবলির মূলে রয়েছে অত্যন্ত নির্ভরযোগ্য সূত্র। এই বইয়ে তিনি অনেক ঘটনা ও গুরুত্বপূর্ণ উদ্যোগের কথা প্রকাশ করেছেন, যেগুলোর অনেক কিছুই আগে আর কেউ প্রকাশ করেননি। এদেশের উন্নয়নের ইতিহাসের ধারাবাহিকতার সাথে লেখকের ঘনিষ্ঠ ও নিয়মিত যোগসূত্রতার কারণে লেখক ছয়দফা কর্মসূচী, আগরতলা ষড়যন্ত্র মামলা, আইয়ুব কর্তৃক আহুত গোলটেবিল বৈঠক, শেখ মুজিবের সংবিধান সংশোধন বিল, ১৯৬৯, ১৯৭১ এর জানুয়ারি থেকে মার্চ অবধি বিভিন্ন পর্যায়ে নেতা ও রাজনৈতিক দলগুলোর মতানৈক্য ও আলোচনা ইত্যাদির অন্তর্গূঢ় ব্যাখ্যা দিয়েছেন। মুক্ত-স্বাধীন বাংলাদেশের গৌরবোজ্জ্বল ইতিহাস সৃষ্টির মূলে যে সকল মুক্তিকামী বাঙালি রক্তক্ষয়ী স্বাধীনতা যুদ্ধে স্বতঃপ্রবৃত্তভাবে এগিয়ে এসেছিলেন, তাঁদের কথা ও হানাদার বাহিনীর সঙ্গে তাঁদের ইস্পাতকঠিন অসহযোগিতা ও যুদ্ধের কথা প্রাণবন্তভাবে বর্ণনা করা হয়েছে এই বইয়ে। বইটি এদেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ইতিহাস, সমাজবিজ্ঞান, আইন ও বাংলাদেশ স্টাডিজ-এর ছাত্রছাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ রেফারেন্স হিসেবে প্রতীয়মান হবে।
শিরোনাম | বাংলাদেশ : স্বায়ত্তশাসন থেকে স্বাধীনতা |
---|---|
লেখক | মওদুদ আহমদ |
প্রকাশনী | দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (ইউপিএল) |
Need an account? Register Now