কাজী আবদুল ওদুদ (১৮৯৪-১৯৭০) ‘বুদ্ধির মুক্তি আন্দোলনে‘র অন্যতম পথিকৃৎ হিসেবে আমাদের বিদ্বৎসমাজে পরিচিত ও সম্মানিত। শিক্ষাবিদ, চিন্তানায়ক, সংগঠক, প্রাবন্ধিক, কথাশিল্পী, সাময়িতপত্র-সম্পাদনা- নানা পরিচয়ে তিনি প্রকাশিত। চিন্তার স্বকীয়তা, মতের নির্ভীকতা, প্রকাশের প্রাঞ্জলতা ও মূল্যায়নের অভিনবতা, প্রকাশের প্রাঘ্জলতা ও মূল্যায়নের অভিনবতা ওদুদকে লেখক হিসেবে বিশিষ্টতা দান করেছে। এই বহুমাত্রিক ওদুদের সব রচনাই গ্রন্থভূক্ত হয়নি। নানা পত্র-পত্রিকায় প্রকাশিত তাঁর অনেক প্রবন্ধ-নিবন্ধই গ্রথিত হয়নি। চিঠিপত্রের একটি বড়ো অংশও অসংকলিত থেকে গেছে। ড. আবুল আহসান চৌধুরী অনেক যত্নে ও শ্রমে ওদুদের বেশকিছু অপ্রকাশিত ও অগ্রন্থিত রচনা, চিঠিপত্র ইত্যাদি সংগ্রহ করেছেন, তারই গ্রন্থরূপ ‘অপ্রকাশিত-অগ্রন্থিত কাজী আবদুল ওদুদ’। এই সংকলনে ভিন্ন এক ওদুদকে আবিষ্কার করা যাবে।
শিরোনাম | অপ্রকাশিত-অগ্রন্থিত কাজী আবদুল ওদুদ |
---|---|
লেখক | আবুল আহসান চৌধুরী |
প্রকাশনী | পাঠক সমাবেশ |
Need an account? Register Now