বঙ্গবন্ধুর চিঠিপত্র শীর্ষক এ বইয়ে বঙ্গবন্ধুকে লেখা পিতা, স্ত্রী, আত্মীয়-স্বজন এবং বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গের চিঠিপত্র সম্পর্কে সম্যক ধারণা পাওয়া যাবে। যে সকল গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তি বঙ্গবন্ধুকে চিঠি লিখেছিলেন তাঁদের মধ্যে বঙ্গবন্ধুর পিতা শেখ লুৎফর রহমান, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, আবদুল হামিদ খান ভাসানী, তফাজ্জল হোসেন মানিক মিয়া, এম এ আজিজ, মতিয়ার রহমান, মো. সুরুজ মোক্তার, মতি সরদার, আবদুল খালেক এম এল এ, হাতেম আলী প্রমুখ অন্যতম।
বঙ্গবন্ধুর চিঠিপত্র শীর্ষক বইয়ের প্রথম খণ্ডে বঙ্গবন্ধুর দেশপ্রেম, গণতান্ত্রিক মনোভাব, সংগ্রামী চেতনা, মানবপ্রেম, রাজনৈতিক নেতার প্রতি শ্রদ্ধা এবং কর্মীর প্রতি সহমর্মিতা, দায়িত্ববোধের একান্ত অনুভূতি প্রকাশ পেয়েছে। এসব চিঠিপত্রে যেমন পাকিস্তানি ঔপনিবেশিক সমাজ, রাজনীতি, শাসনব্যবস্থার চিত্র এবং রাজনৈতিক কর্মকাণ্ডের দিকনির্দেশনা রয়েছে, তেমনই রয়েছে বঙ্গবন্ধুর রাজনৈতিক চিন্তা-চেতনা, পারিবারিক ও ব্যক্তিগত জীবন সম্পর্কে নানা বক্তব্য তথা ব্যক্তি মুজিবের একান্ত পরিচয়।
‘বঙ্গবন্ধুর চিঠিপত্র’ ১ম খণ্ডে বঙ্গবন্ধুর লিখিত ৯২টি পত্র এবং ‘বঙ্গবন্ধুর চিঠিপত্র’ ২য় খণ্ডে বঙ্গবন্ধুকে লিখিত ৫২টি পত্র নিয়ে দুটি খণ্ড প্রকাশ করা হলো।
শিরোনাম | বঙ্গবন্ধুর চিঠিপত্র : খণ্ড ২ |
---|---|
লেখক | ড. সুনীল কান্তি দে |
প্রকাশনী | পাঠক সমাবেশ |
Need an account? Register Now