বাংলা ছোটগল্পের ইতিহাসে পরশুরাম, প্রেমেন্দ্র মিত্র, বনফুল স্বনামে খ্যাত। কাজী নজরুল ইসলাম ও জীবনানন্দ দাশ মূলত কবি। কিন্তু কবির কলমে যেসব গল্প এসেছে তার শিল্পমূল্য নিতান্ত কম নয়। উল্লিখিত পাঁচজন গল্পকারের গল্পের বিষয় পর্যালোচনা ও আঙ্গিকরীতির বিশ্লেষণ গ্রন্থকারের অভিপ্রায়। গ্রন্থভুক্ত লেখকদের ছোটগল্পের নিবিড় পাঠ ও পর্যবেক্ষণসূত্রে প্রবন্ধগুলো বিশিষ্ট হয়ে উঠেছে তর্কাতীতভাবে। অধিকাংশ গবেষককে সাহিত্যকর্মের বিষয় নিয়েই ব্যস্ত থাকতে দেখা যায় অধিকাংশ সময় এবং সেক্ষেত্রে বাদ পড়ে যায় সাহিত্যকর্মের অবয়ব বা কাঠামো বিশ্লেষণ। বর্তমান গ্রন্থে গল্পকারদের গল্পের বিষয়ের ব্যাখ্যা ও কাঠামো বিশ্লেষণে গ্রন্থকার সমান আগ্রহী। একথা বলতে দ্বিধা নেই যে, গল্পের কাঠামো বিশ্লেষণের ফলে গ্রন্থভুক্ত প্রবন্ধগুলো অর্জন করেছে স্বতন্ত্র মাত্রা।বাংলা গল্পসাহিত্যকে মূল্যায়ন করার এই-যে প্রবণতা, সে-কারণে বহুপঠিত গল্পগুলো নতুন করে পাঠ করার অভীপ্সা জাগে। বাংলাদেশের সমালোচনাসাহিত্য যে একঘেয়ে ও ক্লিশে নয় সেকথা এখন জোর দিয়ে বলা যায়। গ্রন্থকারের মেধা, মনন ও নিষ্ঠার নিরঙ্কুশ পরিচয় বহন করে এ-গ্রন্থ। বাংলা ছোটগল্পের পাঠকের ভাবনার নতুন সূত্র সন্ধানে রসদ জোগাবে বাংলা ছোটগল্প : ভাষ্য ও রূপকল্প শীর্ষক গ্রন্থটি।
শিরোনাম | বাংলা ছোটগল্প : ভাষ্য ও রূপকল্প |
---|---|
লেখক | মিজানুর রহমান খান |
প্রকাশনী | অনিন্দ্য প্রকাশ |
Need an account? Register Now