‘মরুঝড়’, ‘পথভ্রষ্ট ঘূর্ণির কৃষ্ণগহ্বর’, ‘তবু বাঁধন’ ও ‘মায়াবতী’-এ চার উপন্যাস নিয়ে ‘মোহিত কামালের উপন্যাসসমগ্র তৃতীয় খ-’-এর নামকরণ করা হয়েছে ‘জীবনঝঞ্ঝা’।মরুঝড় : সজলসমতলসবুজ বাংলদেশে মরুঝড়! সংকট আর সমস্যার এ ঝড় বয়ে চলেছে বাংলাদেশের মানুষের মনের গহনে, ঘরে ঘরে, পরিবারে পরিবারে। এ ঝড়ে ল-ভ- হয়ে যায় বাংলাদেশের মানুষের মনভুবন। মরুভূমির দেশে প্রবাসী শ্রমিকের স্বজনদের জন্য টান, দেশে রেখে যাওয়া কিশোরী নববধূর জন্য বুকের হাহাকার এ উপন্যাসের মূল প্রবাহকে তরঙ্গিত করেছে।পথভ্রষ্ট ঘূর্ণির কৃষ্ণগহ্বর : এ উপন্যাসের প্রেক্ষাপট বাংলাদেশ থেকে মালয়েশিয়ার সর্বদক্ষিণের ‘জোহর বারু’ই-এশিয়ার দক্ষিণের শেষবিন্দু ‘তানজুং পিয়াই’। এখানে উঠে এসেছে মালয়েশিয়ায় মানব-পাচারের কাহিনি, পাসপোর্ট হাতছাড়া হওয়ায় বেআইনি হয়ে-পড়া বাংলাদেশের তরুণদের মানবেতর জীবনযাপন, বন্দিত্ব আর আন্তর্জাতিক সোনা চোরাচালানের ভেতরের গল্প। তবু বাঁধন : উদ্ভিন্নযৌবনা প্রত্যয়দীপ্ত তরুণী মেঘা। ঢাকা বিশ্ববিদ্যলয়ের ছাত্রী। মাত্র দেড় বছর বয়েসে মাতৃসঙ্গহীনা। সহসা একদিন সৎবাবার কাছে আসল কথা জেনে বাঁধন-ছেঁড়া ঘুড়ির মতোই ঘাই খেয়ে যায় মেঘার মস্তিষ্ক। মেঘা তবু এগিয়ে যেতে চায় শেকড়ের সন্ধানে। একসময় মেঘার আলোয় ঝলমল আকাশ দেখতে পাবেন পাঠক। মায়াবতী : সাহিত্যের শব্দবিন্যাসে লেখক ব্যবহার করেছেন মনস্তত্ত্ব ও সমাজের আড়ালের চিত্র। মায়ের অবস্থানে মা-মেয়ের অবস্থানে মেয়ে : মায়ের এবং মেয়ের মাঝে সংঘাত বাধে। কেন্দ্রীয় চরিত্র রিয়া যে ‘ভুল’ করে তা কেবল গল্পের জন্য গল্প নয়-এ ভুল থেকে সকল রিয়া কীভাবে মুক্ত থাকবে তার শিল্পসম্ভব নির্মিতি আমাদের সাহিত্যে উল্লেখযোগ্য এক ঘটনা।
শিরোনাম | মোহিত কামালের উপন্যাসসমগ্র ৩ : জীবনঝঞ্ঝা |
---|---|
লেখক | মোহিত কামাল |
প্রকাশনী | অনিন্দ্য প্রকাশ |
Need an account? Register Now