মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী প্রাচীন বৌদ্ধবিদ্যা, ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি অন্বেষণ ও পুনরুদ্ধারে কালের ইতিহাসে এক অনন্য প্রতিভ‚। ভারতবর্ষে বৌদ্ধধর্মের উদ্ভব ও বিকাশ কিংবা ধর্ম ইতিহাস প্রায় আত্মবিস্মৃত হয়ে গিয়েছিল। হারিয়ে যাওয়া ঐতিহাসিক কালপর্বের গৌরবোজ্জ্বল বৌদ্ধ ইতিহাস পুনরুদ্ধারে তিনি অগ্রণী ছিলেন। শুধু তাই নয় পালি, সংস্কৃত ও প্রাচীন সাহিত্য উদ্ধারে অসামান্য অবদান রাখেন। বিশেষত বৌদ্ধবিদ্যা পুনরুদ্ধার ও পঠন-পাঠনে তিনি অদ্বিতীয় ছিলেন। ইতিহাস, ঐতিহ্য, ঐতিহাসিক বিষয়ভিত্তি ত্রয়ী উপন্যাস (বাল্মীকির জয় ১৮৮০, কাঞ্চনমালা ১৮৮২ ও বেণের মেয়ে (১৯১৯) হরপ্রসাদ শাস্ত্রীর মৌলিক রচনা। বিশেষ করে বহুমুখী জ্ঞানবিদ্যা চর্চার পথিকৃৎ হিসেবে বাংলা ইপন্যাসে বৌদ্ধযুগের পরিবেশ, ইতিহাস ও বৌদ্ধিক ভাবধারার ঐতিহাসিক তথ্যভিত্তিক সার্থক বাংলা উপন্যাস তিনিই প্রথম রচনা করেন। এ ত্রয়ী উপন্যাসের বিষয় বিন্যাস, স্বরূপ, বৈশিষ্ট্য এবং চরিত্র চিত্রণ, কাহিনীর অন্বয়, ইতিহাস-ঐতিহাসিক বিষয় উপাদানের ব্যবহার ও যোগসূত্র ত্রয়ী উপন্যাসে যথার্থরূপে সন্নিবেষ্ট হয়েছে।
শিরোনাম | হরপ্রসাদ শাস্ত্রীর ত্রয়ী উপন্যাস স্বরূপ সমীক্ষা |
---|---|
লেখক | ড. জগন্নাথ বড়ুয়া |
প্রকাশনী | শোভা প্রকাশ |
Need an account? Register Now