শৈশব ও যৌবনের মধ্যবর্তী দ্রুত পরিবর্তনশীল বাড়ন্ত সময় হচ্ছে টিনএজ বা বয়ঃসন্ধিকাল। সাধারণত ১৩ থেকে ১৯ বছরের মধ্যে সম্পন্ন হয় যৌবনের প্রস্তুতি; গড়ে ওঠে ভবিষ্যৎ জীবনের ভিত। বয়ঃসন্ধিক্ষণের শুরুতে হরমোনের কারণে লাবণ্যের জোয়ার আসে দেহে, আকস্মিক পরিবর্তন আসে দেহ-মনে। রাতারাতি বদলে যেতে থাকে চঞ্চল শিশু-ছেলেদের তুলনায় মেয়েদের পরিবর্তন ঘটে দ্রুত। টিনএজার তখন চিনতে পারে না নিজের দেহ, তল পায় না অনুভূতির। অচেনা শৃঙ্খলে ক্রমাগত আবদ্ধ হতে থাকে, বিদ্রোহী হয়ে ওঠে তারা। ‘বাধা দিলে বাঁধবে লড়াই’-এ লড়াইয়ে ঘরে ঘরে তৈরি হয় সংঘাত; বিপর্যয় আসে মনে, বদলে যায় মেজাজ, আচরণ; ব্যাহত হয় পড়াশোনা ও মেধার স্ফূরণ। সমস্যার জালে জড়াতে থাকে টিনএজার। ফাঁদ চিনতে পারে না তারা। অনভিজ্ঞতার কারণে দেখতে পায় না সামনের সমূহ বিপদ। পচা গর্তে ডুবে যায় পা। সর্বনাশ হয়ে যায় অনেকের জীবন।কী করা উচিত টিনএজারদের, মা-বাবার?কী করা উচিত, অভিভাবক, শিক্ষক, চিকিৎসকদের?কীভাবে বেড়ে উঠবে মেধাবী প্রজন্ম?কীভাবে সমাধান করবে মনো-সমস্যার; গড়ে তুলবে মাদকমুক্ত আলোকোজ্জল জীবন?বিজ্ঞান বিষয়ে নতুন ধারার টিনএজ মন-১ অন্ধকার ও আলো বই-এ উত্তর পাওয়া যাবে এসব প্রশ্নের।
শিরোনাম | টিনএজ মন-১ : অন্ধকার ও আলো |
---|---|
লেখক | মোহিত কামাল |
প্রকাশনী | অনিন্দ্য প্রকাশ |
Need an account? Register Now