ইউথিদামাস (ইংরেজিতে ইউথিডামাস/ইউথাডিমাস; গ্রিকে এওথিদিমস) কূটতার্কিকতা, বাদানুবাদ, আরও স্পষ্ট করে বললে বাগ্বিতন্ডা নিয়ে এক অনন্য আলোচনা। এই সংলাপটিতে আদালতের উকিল ও সামরিক বিজ্ঞানের প্রশিক্ষক যথাক্রমে ইউথিদামাস ও তার ভ্রাতা দিয়োনিসিদোরাসকে দেখা যায় তাদের স্ব স্ব পেশা ত্যাগ করে বাদানুবাদে, কূটতার্কিকতার শিল্পে নিজেদের নিয়োজিত করতে; তারা অঙ্গীকার করে যে, ‘যা কিছুই বলা হোক না কেন, তা সত্য বা মিথ্যা, যাই হোক না কেন, তা তারা খ-ন করতে পারে’ এবং অতি অল্প সময়েই ছাত্রদের সেই শিল্পে প্রশিক্ষিত করে মানবীয় সদ্গুণের প্রতিভূ করে তুলতে পারে। এর বিপরীতে আমরা সক্রেটীয় ধারণার পরিচয় লাভ করি যার মূল কথা হলো, সত্যিকার দর্শন ও তার প্রতি অনুরক্তির জন্য প্রয়োজন লজিকের প্রতি আকর্ষণ এবং খোদ যৌক্তিকতার প্রতি ভালোবাসা। দর্শনের ক্ষেত্রে সত্যের প্রতি ভালোবাসাই মুখ্য বিষয়, তর্কে জেতা নয়। আমরা এই সংলাপটিতে সফিস্ট প্রোতাগোরাস, অথবা প্রদিকাস, অথবা হিপ্পিয়াসের তুলনায় ভিন্নতর এক প্রজাতির সফিস্টের সাক্ষাৎ পাই, যাদের মূল লক্ষ্য হলো সত্য অনুসন্ধান করার পরিবর্তে তর্কে জয়লাভ করা; সঙ্গত কারণেই তা সক্রেটিসের অনুমোদন লাভ করে না।
শিরোনাম | প্লেটো ইউথিদামাস : বাগবিতন্ডা ও দ্বান্ধিকতা সর্ম্পকিত একটি সংলাপ |
---|---|
লেখক | আমিনুল ইসলাম ভুইয়া |
প্রকাশনী | পাঠক সমাবেশ |
Need an account? Register Now