জন্ম রাঙামাটি জেলার চন্দ্রঘোনার খ্রিষ্টান মিশনারি হাসপাতালে। পড়ালেখার হাতেখড়িও এই এলাকাতেই। বাবার বিসিআইসির চাকরির সুবাদে সিলেট, চট্টগ্রাম ঘুরে ঘুরে এখন ঢাকায় স্থায়ী। পেশায় বেসরকারি চাকরিজীবী। চন্দ্রঘোনার পাহাড়ি পরিবেশে কর্ণফুলীর তীরে যে শৈশবের... See More
জন্ম রাঙামাটি জেলার চন্দ্রঘোনার খ্রিষ্টান মিশনারি হাসপাতালে। পড়ালেখার হাতেখড়িও এই এলাকাতেই। বাবার বিসিআইসির চাকরির সুবাদে সিলেট, চট্টগ্রাম ঘুরে ঘুরে এখন ঢাকায় স্থায়ী। পেশায় বেসরকারি চাকরিজীবী। চন্দ্রঘোনার পাহাড়ি পরিবেশে কর্ণফুলীর তীরে যে শৈশবের শুরু তা দুরন্তপনার রূপ নেয় সিলেটে সুরমার তীরে অবারিত খোলা প্রান্তর পেয়ে। আর তার শেষ হয়তো চট্টগ্রামের কর্ণফুলী-বঙ্গোপসাগরের মোহনাতেই। তবুও মাঝে মাঝে জেগে ওঠে দুরন্তপনা। তখন বেরিয়ে পড়েন দেশ-বিদেশের পথে-প্রান্তরে। ব্যবস্থাপনায় স্নাতক ও স্নাতকোত্তর করার পরে এমবিএ করেছেন মার্কেটিং বিষয়ে। এখনো পড়ছেন প্রফেশনাল মার্কেটিং নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সেই সঙ্গে আগ্রহের বিষয়ে ট্রেনিং নিয়েছেন বিভিন্ন প্রতিষ্ঠানে। অনেক বছর ধরেই কাজ করছেন সেলসে। ক্রেডিট কার্ড. ভোগ্যপণ্য, দালানকোঠা-জমি-ভিলা এমন অনেক কিছুর বিক্রির সঙ্গেই জড়িত হয়েছেন। সবচেয়ে বেশি সময় কাটিয়েছেন রিয়েল এস্টেটে। দেশের সবচেয়ে উঁচু ভবন বিক্রি দিয়ে তার ক্যারিয়ার শুরু। হুমায়ূন আহমেদ, সুনীল গঙ্গোপাধ্যায়, স্যার আর্থার কোনান ডয়েল প্রমুখের লেখা ভালো লাগে। muhib13@yahoo.com See Less
Delete confirmation message