পিনাকী-ভট্টাচার্য

পিনাকী ভট্টাচার্যll

লেখকের কথাঃ ৯০ এর ছাত্র- গণঅভ্যুত্থানের মাঠ থেকে উঠে আসা যে কয়েকজন রাজনৈতিক কর্মী সমসাময়িক বাংলাদেশে তুমুল আলোচিত হয়েছেন, লেখক হিসেবে পাঠক প্রিয় হয়েছেন, পিনাকী ভট্টাচার্য তাদের মধ্যে অন্যতম। সোভিয়েত ইউনিয়নের পতনের পর থেকে দিশা খুঁজে ফেরা পিনাকী, বিচ...

লেখকের কথাঃ ৯০ এর ছাত্র- গণঅভ্যুত্থানের মাঠ থেকে উঠে আসা যে কয়েকজন রাজনৈতিক কর্মী সমসাময়িক বাংলাদেশে তুমুল আলোচিত হয়েছেন, লেখক হিসেবে পাঠক প্রিয় হয়েছেন, পিনাকী ভট্টাচার্য তাদের মধ্যে অন্যতম। সোভিয়েত ইউনিয়নের পতনের পর থেকে দিশা খুঁজে ফেরা পিনাকী, বিচিত্র সব রাজনৈতিক চিন্তা ও পরীক্ষা-নিরীক্ষার মুখোমুখি হয়েছেন। নানাবিধ বিষয় নিয়ে তিনি লিখছেন। মূলত দর্শন, ইতিহাস ও রাজনীতি তাঁর লেখালিখির প্রিয় বিষয়। পেশাদার জীবনে সফল কর্পোরেট চীফ এক্সিকিউটিভ ছিলেন। লেখালিখির পাশাপাশি এখন নিজ ব্যবসায়িক প্রতিষ্ঠানে সময় দিচ্ছেন। ‘একাদেমিয়া’ নামের একটি নিয়মিত পাঠচক্রের সভাপতি। সোশাল মিডিয়াতে একজন জনপ্রিয় ও আলোচিত এক্টিভিষ্ট। ফেসবুকে নিজের সরব উপস্থিতি দিয়ে ইতোমধ্যেই তরুণ প্রজন্মের চিন্তার রাজ্যে ঝড় তুলেছেন। প্রশ্ন তুলতে ভালোবাসেন তিনি। প্রচলিত ধারাবাহিক বয়ানের বিপরীতে তাঁর যৌক্তিক প্রশ্ন নতুন করে ভাবতে শেখায়। স্বপ্ন দেখেন এক ইনসাফপূর্ণ নৈতিক বাংলাদেশের।